4 Point System এ Fabric Inspection এর পদ্ধতি।


4 Point System Fabric Inspection এর পদ্ধতি | 4 Point Inspection System in Fabric Inspection | 4 Point Fabric Inspection System in Apparel Industry

Fabric Inspection
Inspection হচ্ছে কোন Raw Materials বা Finished Goods চূড়ান্তভাবে নির্বাচন করার পূর্বে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ/সংখ্যক Raw Materials বা Finished Goods নির্বাচনের একটি বাস্তব পদ্ধতিTextiles এবং Garments উভয় সেক্টরে Fabric Inspection এর ক্ষেত্রে 4 Point System বহুল প্রচলিত ও খুব জনপ্রিয় একটি পদ্ধতি।
Fabric Inspection 4 point system

ফেব্রিক ইন্সেপেকশনের জন্য কিছু শর্ত
১। যে স্থানে ইন্সপেকশন করা হবে সেখানে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল ব্যবস্থা থাকতে হবে।
২। ইন্সপেকশন মেশিনের ফ্রেম যা দিয়ে ফেব্রিক যাতায়ত করে তা ৪৫˚-৬০˚ ডিগ্রি কোনে বাকানো থাকতে হবে।
৩। ইস্পেকশন টেবিলের উপড়ে F96 Fluorescent দুটি বাল্ব ব্যবহার করতে হবে। প্রয়োজনে টেবিলের নিচে Back Light ব্যবহার করতে হবে।
৪। ফেব্রিক যাতায়তের স্পিড প্রতি মিনিটে ১৫ গজের বেশি হতে পারবে না।
৫। সকল Defect ইন্সপেকশনের সময়ই নির্দিষ্ট শীটে লিপিবদ্দ করতে হবে।



Fabric Inspection এর উদ্দেশ্য
Defect খুঁজে বের করা।
২। Defective ফেব্রিক/গার্মেন্ট গুলো Correction করা।
৩। পরবর্তিতে যাতে একই রকম Defect না হয় বা Defect Percentage কমে যায় সেই পদক্ষেপ নেওয়া
 
কয়েকটি Fabric Inspection Method
Fabric Inspection এর অনেক রকমের পদ্ধতি রয়েছে। কোম্পানি ও বায়ার ভেদে Fabric Inspection এর selection নির্ভর করে। নিচে Fabric Inspection এর কয়েক ধরণের পদ্ধতির নাম দেওয়া হল 
4- point system
10- point system
2.5- point system etc.
আজকে 4 Point System নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে-

4 Point System প্রয়োগের জন্য যে বিষয়গুলো অবশ্যই প্রয়োজন-
১। Inspection পদ্ধতিটি জানা থাকতে হবে।
২। ফেব্রিকের বিভিন্ন ধরনের Defects সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
৩। ডাটা কালেকশনের জন্য একটি ফরমেট থাকতে হবে।



4 Point System Fabric Inspection পদ্ধতি
এই পদ্ধতিতে Textile এর ক্ষেত্রে প্রতি ১০০ গজ কাপড়ের জন্য নির্দিষ্ট সংখ্যক Penalty Points এর ভিত্তিতে কাপড়ের Quality Level নির্ধারণ করা হয়। Total Penalty Point নির্ধারণের সূত্রটি হচ্ছে-
Total Penalty Points = (Total Points from Roll × 36 × 100)/(Fabric Length in Yards × Fabric Width in Inches)
4 Point System পদ্ধতিটি AAMA (American Apparel Manufacturers) নামেও পরিচিত। এই পদ্ধতিতে ফেব্রিকের Defect সাইজ ও ধরণ অনুযায়ী ১, , ৩ অথবা ৪ পয়েন্টে মার্কিং করা হয়।
Defect এর সাইজের উপর ভিত্তি করে Penalty Point গণনার চার্টটি নিচে দেওয়া হলো-
Defect Size
Penalty Point
৩ ইঞ্চি বা তার কম
1 Points
৩ ইঞ্চির উপরে কিন্তু ৬ ইঞ্চির কম
2 Points
৬ ইঞ্চির উপরে কিন্তু ৯ ইঞ্চির কম
3 Points
৯ ইঞ্চি থেকে বড়
4 Points
Holes and Openings
১ ইঞ্চি বা তার কম
2 Points
১ ইঞ্চির বড়
4 Points

Defect এর সাইজ যেরকমই হোক না কেন, নির্দিষ্ট ১ গজ ফেব্রিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট গণনা করা হবে। Defect এর সাইজ দৈর্ঘ্য বা প্রস্থ্য সব দিকেই বিবেচ্য। পয়েন্টিং করার ক্ষেত্রে শুধুমাত্র Major Defect গুলো বিবেচনায় আসবেMinor Defects গুলো বিবেচনায় আসবে না।

Major Defect এর কিছু নমুনা ও তাদের Penalty Decision
যে Defect গুলোর জন্য 4 Point System Penalty Point প্রযোজ্য হয় সেগুলোকে Major Defect বলা হয়। নিচে Major Defect এর কিছু নমুনা দেওয়া হল।

A) সাধারণ কিছু Defect
১। Spot (দাগ)             ২। Knot (গিঁট)                    ৩। Slub (স্লাব)            ৪। Kink (উল্টো পাক)
৫। Hole (ছিদ্র)            ৬। Set Mark (সেট মার্ক)          ৭। Rapping (কুঁচকানো)   ৮। Cockled Yarn (পাকানো সূতা)


B) Running Defect ( যে Defect অভিরাম চলতে থাকে)
যে Defect অভিরাম চলমান থাকে তাকে Running Defect বলে ধরনের Defect এর জন্য পেনাল্টি পয়েন্ট ধার্য হবে যদি প্রতি ১০০ গজ ফেব্রিকের প্রতি রুলে চলমান গজ কাপড়ে এরকম  Running Defect থাকে তবে পুরো Roll কে B গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে এবং পুরো Roll টি Reject হিসেবে বিবেচিত হবে।
কিছু Running Defect নিচে দেওয়া হলো-
Lycra Out
Lycra Drop
Niddle Broken Mark
Sinkar Mark
Machine Patta ইত্যাদি

C) Uncountable Defect (যে গণনা করা যায় না)
গণনা করা যায় না এরকম Defect গুলো 4 Point এর আওতায় আসবে না। এক্ষেত্রে পুরো Roll টি B গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে এবং পুরো Roll টি Reject হিসেবে বিবেচিত হবে।
গণনা করা যায় না এরকম কিছু  Defect নিচে দেওয়া হলো-
Running Shade (চলমান কালার ভিন্নতা)
Fuzziness (ফেব্রিকের উপর ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ)
Patta (সুতার লট মিক্সি হওয়ার ফলে যে Defect হয়)
Dia Mark (মেশিনের ডায়া মার্ক)
Hand Feel Problem (হাতের স্পর্শ খারাপ আসা)
Bowing (বোইং)

D) Full Width Defects
ফেব্রিকের প্রস্থ বরাবর একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে Defect গুলো জুড়ে থাকে সেগুলোকে Full Width Defects বলে
১। যদি প্রতি ১০০ গজ ফেব্রিকের প্রতি রুলে টি Full Width Defect পাওয়া যায় তবে পুরো Roll কে B গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে এবং পুরো Roll টি Reject হিসেবে বিবেচিত হবে
২। A গ্রেড ফেব্রিকের কোন Roll এর প্রথম শেষ তিন গজে যদি অন্তত টি Full Width Defect পাওয়া যা তবে Roll কে B গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে এবং পুরো Roll টি Reject হিসেবে বিবেচিত হবে
৩। কোন রুলকে A গ্রেড কোয়ালিটি হিসেবে বিবেচনা করা হবে না যদি Roll এর ফেব্রিক ঢিলেঢালা (Baggy) প্রকৃতির হয় যেমনঃ যদি কাপড়ের কোন অংশ ঢেউ এর দেখায় (Ripple), কুঁচকিয়ে যায় (Puckering), গভীর ভাজ পড়া (Crease and Fold) ইত্যাদি



ফেব্রিকের Acceptable Level
ফেব্রিকের Acceptable Level কোম্পানি এবং বায়ার অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। তাই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে কত পয়েন্ট হলে ফেব্রিক Acceptable বা Rejected হবে।
অনেক কোম্পানি ফেব্রিকের ইন্সপেকশন রেজান্ট Pass বা Fail এর পরিবর্তে 1st Grade, 2nd Grade, 3rd Grade ইত্যাদি গ্রেড করে থাকে।
নিচে Roll to Roll প্রতি ১০০ গজ ফেব্রিকের জন্য Acceptable Level এর একটি বহুল প্রচলিত ধারণা দেওয়া হল-
পয়েন্ট গ্রহণযোগ্য মাত্রা
গ্রেড
০-২০ পয়েন্ট
A
২১-২৮ পয়েন্ট
B
২৮ এর চেয়ে বেশি
Reject


Fabric Type অনুযায়ী ১০০ গজ ফেব্রিকের জন্য Acceptable Level এর আরেকটি প্রচলিত মাত্রা নিচে দেওয়া হল-
ফেব্রিকের ধরণ
পয়েন্ট গ্রহণযোগ্য মাত্রা
গ্রহণযোগ্যতা
Cotton Twill/Denim
০-২৮ পয়েন্ট
Acceptable
All synthetic fabrics
০-২০ পয়েন্ট
Acceptable

প্রশ্নঃ একটি Roll 110 গজ ফেব্রিক আছে যার Dia হচ্ছে 52 ইঞ্চি চেক করার সময় নিচের Defect গুলো পাওয়া গেছে। 4 Point System - এ ঐ Roll এর গ্রেড নির্ণয় কর।
Number of Defect
Defect Size
5
3.5 Inch
2
2 Inch
3
7.4 Inch
1
12.8 Inch
Holes and openings
1 Hole
3 Inch

সমাধানঃ
দেওয়া আছে, Fabric Length = 110 গজ।
Fabric Dia বা Fabric Width = 52 ইঞ্চি।
এখন, প্রশ্নে প্রদত্ত Defect গুলোকে সাইজ অনুযায়ী Penalty Point Table থেকে পয়েন্টিং করে পাই-
Number of Defect
Defect Size
Number Of Defect × Defect Point = Penalty Point
5
3.5 Inch
5×2 = 10
2
2 Inch
2×1 = 2
1
7.4 Inch
1×3 = 3
1
12.8 Inch
1×4 = 4
Holes and openings
1 Hole
3 Inch
1×4 = 4
Total Points
23
এখন, উপরের তথ্যগুলো Total Penalty Points নির্ণয়ের সুত্রে বসিয়ে পাই-
Total Penalty Points = (Total Points from Roll × 36 × 100)/(Fabric Length in Yards × Fabric Width in Inches)
= (23×36×100)/(110×52) = 82800/5720 = 14.48
ফেব্রিকের জন্য Acceptable Level টেবিল থেকে আমরা পাই, যদি Total Penalty Points এর মান ০-২৮ হয় তাহলে ঐ Roll টি A গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে।
অতএব, ঐ Roll টি A গ্রেড ফেব্রিক।

10 comments:

  1. How to calculate penalty point to defects percentag?

    ReplyDelete
    Replies
    1. Total Defect points *36*100 divided
      Actual yardage * Actual width

      Delete
  2. Congratulations for posting such a useful blog. Your blog isn’t only informative but also extremely artistic too. There usually are extremely couple of 토토검증

    ReplyDelete
  3. এভারেজ পয়েন্ট যদি ২৮ধরি,তাহলে ইন্ডিভিজুয়ালি কত হবে?

    ReplyDelete
  4. I love you vai. Do you marry me.

    ReplyDelete
  5. খুব সুন্দর কপি করেছেন,,,

    ReplyDelete
  6. মহৎ উদ্যোগ,সবার জানা প্রয়োজন।

    ReplyDelete