নিটিং ফেব্রিক Costing করার পদ্ধতি।

মনে করি, 30Ne কাউন্ট সূতার, 150 GSM এর ১ টন বা ১০০০ কেজি Single Jersey ফেব্রিকের
কষ্টিং করতে হবে।
Knitting, Costing, Knitting Cost, Knitting Method
সমাধানঃ
১০০০ কেজি নিটিং করতে সূতা লাগবে ১০০০ কেজি। ০.৫% প্রসেস লস যোগ করলে সূতা লাগবে মোট ১০০৫ কেজি।
যদি প্রতি কেজি কার্ডেড সূতার (Carded Yarn) দাম ১৭০টাকা  হয়
তাহলে ১০০৫ কেজি সূতার দাম = ১০০৫×১৭০ = ১৭০৮৫০ টাকা।
এই টাইপের কাপড়ের প্রতি কেজি নিটিং খরচ = ১২ টাকা। (প্রায়)
তাহলে ১০০০ কেজির নিটিং খরচ = ১০০০×১২ = ১২০০০ টাকা।
এখন মোট খরচ = সূতার দাম + নিটিং খরচ
                = (১৭০৮৫০+১২০০০) টাকা
                = ১৮২৮৫০ টাকা
তাহলে প্রতি কেজির জন্য খরচ হবে = ১৮২৮৫০/১০০০ = ১৮২.৮৫ টাকা


এখন বিক্রির জন্য এই খরচের সাথে অন্যান্য আনুসাঙ্গিক খরচ ও লাভ যোগ করে প্রতি কেজির বাজার দর নির্ধারন করতে হবে।

1 comment:

  1. Casinos in Malta - Filmfile Europe
    Find https://septcasino.com/review/merit-casino/ the best Casinos poormansguidetocasinogambling.com in Malta including bonuses, games, games and 바카라 사이트 the history 토토 사이트 of games. We cover all the main reasons to https://deccasino.com/review/merit-casino/ visit Casinos in

    ReplyDelete