Labour Productivity গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বহুল পরিচিত একটি একটি শব্দ এবং
কোন একটি নির্দিষ্ট সুইং লাইন/ফ্লোর/ইউনিট বা পুরো ফ্যাক্টরির Performance
Measurement এর একটি গুরুত্ত্বপূর্ণ KIP.
একটি লাইনের Labour Productivity বলতে বুঝায় একটি নির্দিষ্ট
সময়ে ঐ লাইনের মোট প্রোডাকশন সংখ্যা এবং ঐ সময়ে কর্মরত মোট শ্রমিক (Labour) এর সংখ্যার অনুপাত।
Labour Productivity বের করার নিয়মঃ
Labour Productivity বের করার জন্য নিচের তথ্যগুলো প্রয়োজন-
১। যে লাইনের Labour Productivity বের করতে হবে সেই লাইনের মোট শ্রমিক (Labour) এর সংখ্যা।
২। নির্দিষ্ট সময়ে গার্মেন্টস প্রোডাকশন এর সংখ্যা।
৩। লাইনের মোট কর্মঘন্টা (Working Hour)।
উপরের তথ্যগুলোর সাহায্যে নিচের সূত্রটি দিয়ে Labour Productivity বের করা যাবে।
Labour Productivity = মোট প্রোডাকশন সংখ্যা/মোট
শ্রমিকের সংখ্যা
এই সূত্রটির সাহায্যে শুধু কোন নির্দিষ্ট একটি লাইনের নয়, একটি ফ্লোর/ইউনিট এমনকি
পুরো ফ্যাক্টরির Labour Productivity বের করা সম্ভব। এক্ষেত্রে
ব্যবহৃত তথ্যগুলো কোন নির্দিষ্ট একটি লাইনের পরিবর্তে ফ্লোর/ইউনিট বা পুরো ফ্যাক্টরির
হিসেবে নিতে হবে।
প্রশ্নঃ যদি কোন একটি সুইং লাইনে ৪০ জন Operator এবং ১৩ জন Helper ৯ ঘন্টা কাজ করে ১২৫০
পিস গার্মেন্টস প্রোডাকশন করে। তাহলে ঐ লাইনের Labour Productivity কত হবে?
সমাধানঃ
এখানে, মোট শ্রমিক (Labour) সংখ্যা = Opetaror+Helper = ৪০+১৩ = ৫৩ জন।
মোট প্রোডাকশন সংখ্যা = ১২৫০ পিস।
মোট কর্মঘন্টা = ১০ ঘন্টা।
তাহলে, ঐ লাইনের ৯ ঘন্টার
Labour Productivity = ১২৫০/৫৩ = ২৩.৫৮ পিস। অর্থাৎ ঐ লাইনে ৯ ঘণ্টায় একজন শ্রমিক (Labour) গড়ে ২৩.৫৮ পিস করে
গার্মেন্টস তৈরি করেছে।
আরো পড়ুনঃ
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Productivity বলতে কি বুঝায়? Machine Productivity নির্ণয়ের পদ্ধতি।
আরো পড়ুনঃ
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Productivity বলতে কি বুঝায়? Machine Productivity নির্ণয়ের পদ্ধতি।
No comments:
Post a Comment