Productivity হচ্ছে Output এবং Input এর অনুপাত। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Output হচ্ছে পোশাক (Garment). টেক্সটাইলে Output হচ্ছে ফেব্রিক। আর
উভয় ক্ষেত্রে Input হচ্ছে Manpower, Machine, Fabric, Yarn, Time, Electricity ইত্যাদি। Productivity ফ্যাক্টরির Performance
Measurement এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি KPI হল।
এটি নির্ণয়ের সূত্রটি হচ্ছে,
Productivity = Output/Input
প্রশ্নঃ যদি কোন একটি সুইং লাইনে ১০ ঘন্টায় ১২০০ পিস গার্মেন্টস প্রোডাকশন হয়। তাহলে ঐ লাইনে প্রতি
ঘন্টার Productivity কত?
সমাধানঃ
এখানে, Output (Garments) = ১২০০ পিস।
Input (Time) = ১০ ঘন্টা।
তাহলে, Productivity/Hour = ১২০০/১০ = ১২০ পিস।
অর্থাৎ ঐ লাইনে প্রতি ঘন্টায় গড়ে ১২০ পিস করে গার্মেন্টস তৈরি হয়েছে।
Machine Productivity
একটি লাইনের Machine Productivity বলতে বুঝায় একটি নির্দিষ্ট
সময়ে ঐ লাইনের মোট প্রোডাকশন সংখ্যা ও ব্যবহৃত মোট মেশিন সংখ্যার অনুপাত।
Machine Productivity বের করার নিয়মঃ
Machine Productivity বের করার জন্য নিচের তথ্যগুলো প্রয়োজন-
১। যে লাইনের Machine Productivity বের করতে হবে সেই লাইনের মোট
সুইং মেশিনের সংখ্যা।
২। নির্দিষ্ট সময়ে গার্মেন্টস প্রোডাকশন এর সংখ্যা।
৩। লাইনের মোট কর্মঘন্টা (Working Hour)।
উপরের তথ্যগুলোর সাহায্যে নিচের সূত্রটি দিয়ে Machine Productivity বের করা যাবে।
Machine Productivity = মোট প্রোডাকশন সংখ্যা/ব্যবহৃত মেশিন সংখ্যা
এই সূত্রটির সাহায্যে শুধু কোন নির্দিষ্ট একটি লাইনের নয়, একটি ফ্লোর/ইউনিট এমনকি
পুরো ফ্যাকটরির Machine Productivity বের করা সম্ভব। এক্ষেত্রে
ব্যবহৃত তথ্যগুলো কোন নির্দিষ্ট একটি লাইনের পরিবর্তে ফ্লোর/ইউনিট বা পুরো ফ্যাকটরির
হিসেবে নিতে হবে।
প্রশ্নঃ যদি কোন একটি সুইং লাইনে ৫৫ টি মেশিন ব্যবহার করে ১০ ঘন্টায় ১৬০০ পিস গার্মেন্টস
প্রোডাকশন হয়। তাহলে ঐ লাইনের Machine Productivity কত?
সমাধানঃ
এখানে, ব্যবহৃত Machine সংখ্যা = ৫৫ টি।
প্রোডাকশন সংখ্যা = ১৬০০ পিস।
মোট কর্মঘন্টা = ১০ ঘন্টা।
তাহলে, ঐ লাইনের ১০ ঘন্টার Machine Productivity = ১৬০০/৫৫ = ২৯.০৯ পিস।
অর্থাৎ ঐ লাইনে ১০ ঘণ্টায় একটি মেশিন থেকে গড়ে ২৯.০৯ পিস করে গার্মেন্টস
তৈরি হয়েছে।আরো পড়ুনঃ
Labour Productivity বের করার নিয়ম।
Developed Knol Online Handbook of Industrial Engineering Look forward to your comments.
ReplyDeleteGood informative
ReplyDeleteI am happy to find your distinguished way of writing the post. Now you make it easy for me to understand and implement the concept. Thank you for the post. ready pattern
ReplyDeleteConvert individuals who are "going back and forth". You realize your product is astounding, however others don't yet. While it's still new and new, you have the chance to captivate individuals who have seen your image however haven't yet taken the leap toward buy from you. remote team task list
ReplyDelete