Style Changeover Time | সুইং লাইনের উপর Style Changeover Time এর প্রভাব।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Style Changeover খুব নিয়মিত ও আবশ্যিক একটি বিষয়। পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক বাজারে দিন দিন অর্ডারের Lead Time কমছে। ফলে অল্প সময়ে গার্মেন্টস ডেলিভারি দিতে হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল লাইনের বর্তমান স্টাইল শেষ করে নতুন স্টাইলের আউটপুট বের করা। একটি স্টাইল শেষ করে আরেকটি স্টাইলের প্রথম আউটপুট পর্যন্ত সময়ই Style Changeover Time নামে পরিচিত।
Style Changeover Time বেশি হলে সুইং লাইনের উপর যে প্রভাবগুলো পরে তা নিচে দেওয়া হল-
১। আউটপুট দেরিতে বের হয়।
২। Learning Curve পার করতে বেশি সময় লাগে।
৩। লাইনের Manpower বেশি সময় Idle থাকবে। ফলে লাইনের Loss Time বেড়ে যায়।
৪। লাইনের Average Performance খারাপ হয়।
৫। যদি ছোট ও জরুরী অর্ডার হয় তবে Shipment ফেইল হওয়ার সম্ভবনা থাকে।
৬। সর্বোপরি লাইনের Costing বেড়ে যায়।
আরো পড়ুনঃ
Style Changeover Time কমানোর ৯টি কার্যকরী টিপস।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Style Changeover খুব নিয়মিত ও আবশ্যিক একটি বিষয়। পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক বাজারে দিন দিন অর্ডারের Lead Time কমছে। ফলে অল্প সময়ে গার্মেন্টস ডেলিভারি দিতে হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল লাইনের বর্তমান স্টাইল শেষ করে নতুন স্টাইলের আউটপুট বের করা। একটি স্টাইল শেষ করে আরেকটি স্টাইলের প্রথম আউটপুট পর্যন্ত সময়ই Style Changeover Time নামে পরিচিত।
আরেকটু
গুছিয়ে বলতে গেলে, কোন লাইনের বর্তমান স্টাইলের সর্বশেষ আউটপুট ও নতুন স্টাইলের সর্বপ্রথম
আউটপুট এর মধ্যবর্তি সময়কে Style Changeover
Time বলে। কোন লাইনের Style Changeover Time যত বেশি হবে লাইনে আউটপুট বের হত তত বেশি সময়
লাগবে।
Style Changeover Time বেশি হলে সুইং লাইনের উপর যে প্রভাবগুলো পরে তা নিচে দেওয়া হল-
১। আউটপুট দেরিতে বের হয়।
২। Learning Curve পার করতে বেশি সময় লাগে।
৩। লাইনের Manpower বেশি সময় Idle থাকবে। ফলে লাইনের Loss Time বেড়ে যায়।
৪। লাইনের Average Performance খারাপ হয়।
৫। যদি ছোট ও জরুরী অর্ডার হয় তবে Shipment ফেইল হওয়ার সম্ভবনা থাকে।
৬। সর্বোপরি লাইনের Costing বেড়ে যায়।
আরো পড়ুনঃ
Style Changeover Time কমানোর ৯টি কার্যকরী টিপস।
No comments:
Post a Comment