Trims কি? | Accessories কি? | Trims এবং Accessories এর উদাহরণ | Trims কত প্রকার ও কি কি? | Trims এবং Accessories এর পার্থ্যক্য।
যে কোন
পোশাক (Garments)
তৈরির জন্য শুধু Fabric ই মূল
উপাদান নয়। Fabric ছাড়াও এমন
কিছু উপাদান (Material) রয়েছে
যা garments এর
বিভিন্ন অংশ জোড়া লাগাতে, শক্ত করতে, ধরে রাখতে, সৌন্দর্য বৃদ্ধিতে এবং ক্রেতাদের
মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। আর এসব উপাদান Trims এবং Accessories নামে পরিচিত।
গার্মেন্টস
ইন্ডাস্ট্রিতে Trims এবং Accessories অতি পরিচিত দুটি শব্দ। অনেক সময় আমরা কোনটি Trims এবং কোনটি
Accessories তা আলাদা করতে বলতে পারিনা।
কিন্তু এই লেখাটি পড়লে আপনারা সেই Confusion টা পুরোপুরি দূর হয়ে যাবে বলে আমি
আশাবাদী।
Trims কি?
Trims হল fabric ব্যাতীত কোন
গার্মেন্টস এর সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় fabric এর সাথে সর্বদা লেগে থাকে। যেমনঃ
Thread, Button, Zipper, Piping, Bow, Label,
Interlining, Hook, Velcro, Rivet, Interlining ইত্যাদি।
Trims এর প্রকারভেদ
Trims দুই প্রকারঃ
1 ১। Visible Trims - যে trims গার্মেন্টস এর
বাহির থেকে দেখা যায়। যেমনঃ Button, Zipper, Bow
ইত্যাদি।
2 ২। Invisible Trims - যে trims গার্মেন্টস এর
বাহির থেকে দেখা যায়। যেমনঃ Interlining, Elastic, Piping Cord ইত্যাদি।
Accessories কি?
Accessories হল fabric ব্যাতীত কোন
গার্মেন্টস এর সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী
সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের
আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত
হয়। যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।
আরো বিস্তারিত জানার জন্য
ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি এই ওয়েবসাইটের অফিসিয়ায় ইউটিউব চ্যানেলের। Textile
& Garments সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি >>SUBSCRIBE<<
করে রাখতে পারেন।
Trims এবং Accessories এর পার্থক্য
নিচে Trims এবং Accessories এর পার্থক্যের একটি
টেবিল দেওয়া হল। যা থেকে দুটি আলোচ্য বিষয় থেকে আরো কিছু স্বচ্ছ ধারনা পাওয়া যেতে
পারে।
নং
|
বিষয়
|
Trims
|
Accessories
|
০১
|
সংজ্ঞা
|
কোন Garments (পোশাক) এর
যে সকল উপাদান সবসময় ঐ Garments এর সাথে লেগে থাকে তাদেরকে Trims বলে।
|
কোন Garments (পোশাক) এর
যে সকল উপাদান Garments টি
পরিধানের সময় ব্যবহার করে না সেই সকল উপাদানকে Accessories বলে।
|
০২
|
ব্যবহারের উদ্দেশ্য
|
গার্মেন্টস এর গুণগত মান বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়।
|
মূলতঃ গার্মেন্টস এর বাহ্যিক সৌন্দর্য্য ও সুরক্ষার জন্য
ব্যবহৃত হয়।
|
০৩
|
সর্বশেষ ব্যবহার
|
Trims সবসময় গার্মেন্টস এর সাথে লেগে থাকে
|
গার্মেন্টস ব্যবহারের সময় Accessories
ব্যবহার করা হয় না।
|
০৪
|
উদাহরণ
|
Thread, Button, Zipper, Bow, Hook, Velcro, Rivet,
Interlining, Piping, Label ইত্যাদি।
|
Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।
|
Nice blog.I am clear about it.Thanks mohin bro..
ReplyDeleteYou are most welcome. Please stay with us.
ReplyDeleteThanks for the post...
ReplyDeleteধন্যবাদ।
ReplyDeleteঅনেক helpful ছিলো এটা।
এই প্রথম ভালো করে বুঝতে পারলাম।
Tnx for u
ReplyDeletethank bhai ie somporke ro kicu post cay bhai
ReplyDeleteMaking your bathroom attractive is simply as important as once you are decorating the remainder of your house. Wasser Bath offers unmatched quality Shower Head Singapore which will definitely provides a mesmerizing look to your bath arena. It’s the simplest accessory that offers you a good and enjoyable feeling of bath.
ReplyDeleteBathroom Gallery believes in bringing the most effective of sanitary wares and fittings brands. If you wish to enjoy full bath time then you'll be able to install quality shower head in your bathing space. Purchase Shower Head Singapore from our place at the most effective price. We serve you with better of the services and most used branded, stylish, and innovative accessories.
ReplyDeleteWhat is the velcro?
ReplyDeleteIf you're willing to create a purchase of the top-quality Induction Hob Singapore, then you'll react at EF. Induction Hob is an electrical heating hob that heats only the vessel for cooking. It like an electronic scale and runs on electricity. The foremost important thing about this stove is that food gets cooked 50 percent faster than other things but it doesn't get hot.
ReplyDeleteলেখাগুলো অনেক গোছানো ছিলো।এখন কিছু বিষয় খুব ভালো করে বুঝতে পারলাম, ধন্যবাদ মহিউদ্দিন।
ReplyDeleteএকজন ফিনিশিং ইনচার্জ বা সুপারভাইজার হিসাবে কোন সময় কোন কাজ গুলো করতে হবে তা জানতে চাই দয়া করে জানাবেন।
ReplyDeleteআপনার পোস্ট গুলো পড়ে অনেক কিছু জানতে শিখতে পারছি। আপনাকে ধন্যবাদ
ReplyDeleteIn the pursuit of a balanced and fulfilling life, the art of relaxation plays a pivotal rol
ReplyDelete