Calculation of Fabric Consumption of a Basic T-shirt

গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে ফেব্রিক যা কোম্পানির মোট খরচের ৬০-৭০% । তাই ফেব্রিক Consumption যে কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রিকের Consumption সঠিক না হয়ে যদি শর্ট পরে তাহলে কোম্পানির জন্য সঠিক সময়ে শিপমেন্ট করা খুব কঠিন হয়ে পড়ে ফলে এয়ার শিপমেন্ট দিতে হয় যা কোম্পানির জন্য খুবই বড় ক্ষতি। আর যদি ফেব্রিক বেশি হয় তাহলেও কোম্পানির জন্য ক্ষতি হয়। কারণ বাড়তি ফেব্রিকের জন্য বাড়তি ম্যানপাওয়ার, স্যালারি ও সময় অপচয় হয়। তাই ফেব্রিকের সঠিক Consumption খুবই গুরুত্বপুর্ণ। নিচে একটি Basic T-Shirt এর Fabric Consumption সম্পর্কে আলোচনা করা হল।
T-Shirt Fabric Consumption
 
T-Shirt এর ফেব্রিক Consumption এর সূত্রটি হল-  
Consumption in Grams = [{(Body Length × Chest Length) + (Bicep Length × Sleeve Length)} × 2 × (2.54)2 × GSM]/10000
বিঃদ্রঃ উপরের সূত্রে প্রত্যেকটি Length ইঞ্চিতে পরিমাপ করতে হবে।


প্রশ্নঃ একটি T-Shirt এর Body Length = 32.5 inches, Chest Length = 25 inches, Sleeve Length= 23.24 inches, Bicep Length = 8.25 inches এবং GSM = 250 হলে, ঐ T-Shirt এ মোট কত গ্রাম ফেব্রিক লাগবে?
সমাধানঃ

প্রশ্নে দেওয়া আছে,
              Body Length = 32.5 inches
Chest Length = 25 inches
Sleeve Length= 8 inches
Bicep Length = 8.25 inches
Fabric GSM= 250
উপরের তথ্যগুলো T-Shirt এর Consumption নির্ণয়ের সূত্রে বসিয়ে পাই,
Consumption in Grams = [{(32.5 × 25) + (8.25 × 8)} × 2 × (2.54)2 × 250]/10000
=283.39 Gram
অর্থাৎ ১ টি T-Shirt তৈরি করতে 283.39g ফেব্রিকের প্রয়োজন হবে। স্বাধারণত ফেব্রিকের Consumption প্রতি ডজনে হিসাব করা হয়। 
তাহলে ১ ডজন T-Shirt এর Consumption হবে = (283.39×12)/1000 = 3.4 কেজি।
আরো পড়ুনঃ

12 comments:

  1. Thanks brother. very helpful article.

    ReplyDelete
  2. Excellent post, I hope it will helpful to me. Thanks.

    ReplyDelete
  3. Thank brother, its very helpful to me.

    ReplyDelete
  4. vaia apnar costing and consumtion er excell formate gula kemne pabo ? plz reply

    ReplyDelete
  5. Its very important and helpful to every merchandiser and engineer.
    Thanks to the author.
    Keep it up

    ReplyDelete
  6. Why divided by 10000

    Please explain

    ReplyDelete
  7. What you are great for Bangladesh
    Why divided by 10000

    Please explain

    Reply

    ReplyDelete
  8. Thank you for sharing your wonderful article! As a textile engineer, everyone should be aware of the Calculation of Fabric Consumption for an Basic T-shirt. This article has helped me understand the T-shirt. Thank you for the other great content.

    ReplyDelete
  9. Excellent blog post! I am a student of textile engineering and I am very interested in this field. I am glad to see that this blog is providing good information about this field. This is an extremely useful and informative post. Thanks for sharing this valuable information about Calculation of Fabric Consumption for an Basic T-shirt. (https://guanghongnonwoven.com/)

    ReplyDelete