What is Crease Mark? How to Remove Crease From Fabric | ফেব্রিকের ক্রিজ দুর করার উপায়।

ক্রিজ কি এবং কেন ক্রিজ হয়?
ক্রিজ (Crease) হচ্ছে ফেব্রিকে ভাঁজ পড়া বা ফেব্রিক কুঁচকিয়ে যাওয়া। ফেব্রিক যদি ভাঁজ অবস্থায় অনেক দিন একইভাবে থাকে বা ভারী কোন কিছুর নিচে অনেক দিন চাপা পড়ে থাকে অথবা কোন কিছুর প্রভাবে মুচড়ে যায় তবে ফেব্রিকে ক্রিজ (Crease) বা ভাঁজ পড়ে। এগুলো হচ্ছে নিত্য-নৈমন্তিক ও সাধারন কারণ।
Fabric Fault, Crease Mark

টেকনিক্যাল কারণগুলো হল-
১. ডাইং মেশিনে ফেব্রিক যদি Over load বা Under load এ দেওয়া হয়।
২. ডাইং বা ফিনিশিং মেশিনে যদি Cycle Time প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া হয়।
৩. Bow Expander যদি ভুলভাবে সেট করা হয়।
৪. ফেব্রিক Heating Rate এবং Cooling Rate এ যদি তারতম্য হয়।
৫. নিটিং এর Construction যদি খুব Tight হয়।
৬. সূতা যদি খুব Twisting প্রবণ হয়। 


কোন ধরণের ফেব্রিকে ক্রিজ বেশি পড়ে?
নিটিং এর চেয়ে ওভেন ফেব্রিকে ক্রিজ মার্ক বেশি পড়ে। কারণ নিটিং ফেব্রিক প্যাডিং করার সময় এন্টি ক্রিজিং এজেন্ট ব্যবহার করা হয় যা ওভেন ফেব্রিকে ব্যবহার করা হয় না। বিভিন্ন ধরণের ফেব্রিকের মধ্যে লাইক্রা ফেব্রিকে বেশি ক্রিজ পড়ে।
Crease Mark, Fabric fault

ক্রিজ সমস্যায় করণীয়
কিছু কিছু ক্রিজ সমস্যা আছে যেগুলো খুবই নগণ্য এবং তার জন্য বড় ধরণের কোন প্রতিকারমূলক ব্যবস্থা না নিলেই চলে। তবে তার আগে বুঝতে হবে কোন ক্রিজ সমস্যাটি Minor এবং কোনটি Major.
কিছু কিছু ক্রিজ আছে যা Garments Wash এর পড় দূর হয়ে যায়। এজন্য ক্রিজ পড়া ১-২ মিটার ফেব্রিক ওয়াস করে দেখা যেতে পারে যে ওয়াস এর পর ক্রিজ থাকে নাকি চলে যায়।
আবার স্টীম আয়রণ করেও দেখা যেতে পারে।


ফেব্রিকের ক্রিজ দূর করার উপায়
. লাইক্রা কাপড় হিটসেটিং করে ডাইং করতে হবে।
২. ফেব্রিক কিছুক্ষণ ভিজিয়ে রেখে Continuous Wash করা। এতে ৫০-৬০% ক্রিজ দূর হুয়ার সম্ভাবনা থাকে।
৩. ফেব্রিককে রি-মার্সারাইজেশন করা যেতে পারে। এটি খুবই কার্যকরী পদ্ধতি। এতে ৮৫-৯৫% ক্রিজ দূর হয়ে যায়।
৪. যদি ফেব্রিকের শেড পরিবর্তন না হয় তাহলে ডাবল প্যাডারে স্টেনটারিং করে এতে এন্টি-ক্রিজ এজেন্ট দেওয়া যেতে পারে। এই প্রক্রিয়ার প্রায় ৮০% ক্রিজ দূর হয়ে যায়।
৫. ফেব্রিক যদি RFD (Ready For Dye) হয় তাহলে Deep Shade Dyeing করা যেতে পারে। কারণ ফেব্রিকের সেড ডীপ হলে ক্রিজ চোখে ধরা পড়ে না।
৬. যদি উপড়ের কোন প্রক্রিয়াতেই ক্রিজ দূর করা না হয় তাহলে ফেব্রিককে স্ট্রিপিং করে আবার রি-প্যাড ও রি-ডাইং করতে হবে।

2 comments: