কাপড়ের বাহ্যিক গঠন পুরোপুরিভাবে নির্ভর
করে সূতার উপর । তাই সূতায় যদি Fault থাকে তবে সেই সূতা থেকে ভাল মানের কাপড় পাওয়া
যায় যায় না। সূতার Fault সূতাকে নিম্ন গ্রেডে স্থানান্তরিত করে, খারাপ মানের কাপড় উৎপন্ন
করে এবং সূতার প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। নিচে কিছু Common Yarn Fault নিয়ে আলোচনা করা হল-
Count
Variation: সূতার দৈর্ঘ্য বরাবর চিকন-মোটা হওয়াকে Count Variation বলে। অর্থাৎ একই Cone এর একক যায়গায় ভিন্ন ভিন্ন Count
পরিলক্ষিত হয়।
Figure: Count Variation |
Figure: Irregularity or Unevenness |
Figure: Hairiness |
Yarn Contra: Yarn এর সাথে
ভিন্ন কোন Fiber মিশে যাওয়া।
Knotting: Knotting হচ্ছে
সূতার ফাইবারে ছোট ছোট গিঁট হয়ে যাওয়া।
Neps: সূতার মধ্যে
গুটি গুটি কিছু পরিলক্ষিত হওয়া।
Thick
places: সূতার দৈর্ঘ্য বরাবর মাঝে মাঝে চিকন হয়ে যাওয়া। স্পিনিং
মেশিনের সমস্যার কারণে এই ধরনে Yarn Fault হয়।
Figure: Thick Places |
Thin Places: সূতার দৈর্ঘ্য বরাবর মাঝে
মাঝে মোটা হয়ে যাওয়া। একই স্থানে অধিক পরিমাণ ফিলামেন্ট প্যাঁচানোর কারণে এই ধরনে Yarn Fault হয়।
Figure: Thin Places |
Oil Stain: সূতার মধ্যে মেশিনের তেলের দাগ পরা।
Low Strength: সূতা কাউন্ট অনুযায়ী যতটুকু শক্তিশালী হওয়ার
কথা ততটুকু শক্তিশালী না হওয়া।
Foreign Matters: সূতার মধ্যে অন্য কোনকিছু মিশে যাওয়া। যেমনঃ
অন্য রং এর সূতা বা সূতার ফাইবার অথবা অন্য যে কোন পদার্থ।
Figure: Foreign Matters |
আরো পড়ুনঃ
Thick and Thin Mining check pls
ReplyDelete