Definition of Yarn | Types of Yarn | Carded Yarn | Combed
Yarn | Semi-combed yarn
Yarn বা
সূতা কি?
টেক্সটাইলের প্রধান কাঁচামাল হচ্ছে Yarn বা সূতা। আর এই Yarn হচ্ছে প্রাকৃতিক বা সিন্থেটিক Fiber এর একটি ধারাবাহিক ঘূর্ণিত ফিতা যা
মূলতঃ নিটিং এবং ওয়েবিং
এ ব্যবহৃত হয়। কাপড় তৈরির জন্য বিভিন্ন ধরণের সূতা ব্যবহার করা হয়। সূতার
মানের উপর কাপড়ের মান পুরোপুরি নির্ভর করে।
Types of Yarn
প্রসেসিং এর উপর নির্ভর করে সূতাকে ৩ ভাগে ভাগ করা হয়। যেমন-
১। Carded Yarn
২। Combed Yarn
৩। Semi-combed Yarn
নিচে প্রত্যেক প্রকার সূতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
১। Carded Yarn
Spinning এ সূতা তৈরির সময় Combing Process
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু Carded Yarn তৈরির সময়
Combing প্রসেস করা হয়
না। ফলে সূতার মান তেমন ভাল হয় না। এ ধরণের সূতায় অনেক Neps এবং ছোট ছোট Fiber থাকে এবং Process Loss ও Hairiness বেশি থাকে। এই সূতা থেকে উৎপন্ন
কাপড়ের মান তেমন ভালো হয় না।
Figure: Carded Yarn |
২। Combed Yarn
এই
ধরণের সূতা তৈরির সময় Combing Process টি
পুরোপুরি ভাবে অনুসরণ করা হয়। ফলে এই ধরণের সূতার মান Carded Yarn এর তুলনায় অনেক ভাল হয়। এই সূতায়
Neps এবং ছোট ছোট Fiber একেবারেই থাকে না বললেই চলে এবং Process Loss ও
Hairiness তুলনামূলকভাবে অনেক কম। এই সূতা থেকে খুব ভাল মানের কাপড় তৈরি হয়।
৩। Semi-Combed YarnFigure: Combed Yarn |
Carded এবং Combed সূতার মিশ্রণ ঘটিয়ে যে সূতা তৈরি করা হয় তাকে Semi-Combed Yarn বলে। এই ধরণের সূতায় ৪ টি Carded Slivers এবং ৪ টি Combed
Slivers থাকে। এটি মধ্যম কোয়ালিটির সূতা।
Figure: Semi-Combed Yarn
|
আরো পড়ুনঃ
No comments:
Post a Comment