How to Check the Spirality of Fabric? | ফেব্রিকের স্পাইরালিটি (আঁকাবাঁকা) চেক করার পদ্ধতি।


Spirality বা Twisting কি?
স্বাধারাণত twill টাইপের নিটিং ফেব্রিক ও তা থেকে প্রস্তুতকৃত গার্মেন্টসে Spirality বা Twisting ঘটে থাকে। Spirality বা Twisting ফেব্রিক বা গার্মেন্টস Wash করার পর বুঝা যায়। Spirality কে % (পারসেন্ট)  আকারে প্রকাশ করা হয়। ফেব্রিকের গঠনের উপর Spirality নির্ভর করে।
Fabric Spirality, What is Spirality?

Spirality পরিমাপের পদ্ধতি
Spirality পরিমাপের জন্য দুটি প্রচলিত পদ্ধতি আছে-
(A) Garments Washing Method
(B) Fabric Washing Method
নিচে পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-


(A) Garments Washing Method
১। নির্দিষ্ট ফেব্রিক দিয়ে একটি T-shirt বানিয়ে তার Half Sleeve এর দৈর্ঘ্য মাপতে হবে।
২। T-Shirt টি Washing Machine এ ধুয়ে Tumble Dry করতে হবে।
৩। Wash এর পর Half Displacement এর দৈর্ঘ্য মাপতে হবে।
Fabric Spirality, What is Spirality?

ধরা যাক, Wash এর পূর্বে Half Sleeve এর দৈর্ঘ্য ছিল Y এবং Wash এর পরে Half Sleeve এর Displacement হল X.  এখন নিচের সূত্রটি ব্যবহার করে Spirality% পরিমাপ করতে হবে।
সূত্রঃ Spirality = (X/Y) × 100%
যদি Half Sleeve এর দৈর্ঘ্য 18 inch (Y) এবং Displacement হয় 1.2 inch (X) তাহলে,
Spirality = (1.2/18) × 100% = 6.67%

(B) Fabric Washing Method
যদি T- Shirt বানানো সম্ভব না হয় তাহলে ফেব্রিককে সিলিন্ডারের মত সেলাই করে ফেব্রিকের Spirality মাপতে হয়। নিচে পদ্ধতটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-
১। ২০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১০ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট আয়তাকার একটি ফব্রিকের টুকরো কেটে নিতে হবে।
২। তারপর প্রস্থ বরাবর ফেব্রিকের টুকরাটিকে ভাঁজ করে দুই মাথা সেলাই করে নিতে হবে। তখন টুকরাটি একটি সিলিন্ডারের মত দেখাবে।
৩। এখন ফেব্রিক মার্কার দিয়ে তার উপরে 8×8 (Y) ইঞ্চি মাপের একটি বর্গ এঁকে তার পাশ বরাবর সেলাই করতে হবে। 


৪। এখন Washing Machine এ ধুয়ে Tumble Dry করতে হবে।
৫। Tumble Dry করার পর ফেব্রিককে একটি সমতল টেবিলের উপর রেখে বর্গক্ষেত্রের Displacement (X) মেপে নিতে হবে।
৬। এখন নিচের সূত্রটি ব্যবহার করে Spirality% পরিমাপ করতে হবে।
সূত্রঃ Spirality = (X/Y) × 100%
Fabric Spirality, What is Spirality?

যদি বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য 8 inch (Y) এবং Displacement হয় 0.5 inch (X) তাহলে,
Spirality = (0.5/8) × 100% = 6.25%
আরো পড়ুনঃ


1 comment: