সাধারণত ফেব্রিকের দৈর্ঘ্য পরিমাপে Yard বা গজের
ব্যবহার ব্যাপক। কস্টিংসহ নানা রকম প্রয়োজনে ফেব্রিককে অনেক সময় গজ থেকে কেজিতে
নিতে হয়। নিচে ফেব্রিককে গজ থেকে কেজিতে রুপান্তরের পদ্ধতিটি উদাহরণসহ আলোচনা করা
হয়েছে।
Fabric
গজ থেকে কেজিতে রুপান্তরের জন্য নিচের তথ্যগুলো প্রথমে জেনে নিতে
হবে।
১। Fabric Length মেপে নিতে হবে।
২। ফেব্রিকের Dia (Open Width) (খোলা প্রস্থ) মেপে
নিতে হবে।
৩। ফেব্রিকের GSM নির্ণয় করে নিতে হবে।
৪। উপরের তথ্যের
ভিত্তিতে নিচের সূত্রের সাহায্যে ফেব্রিককে গজ থেকে কেজিতে রুপান্তর করতে হবে।
সূত্রঃ
Fabric Weight = [(Fabric Length(m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg
বিঃ দ্রঃ ফেব্রিকের Dia সব সময় Open অবস্থায় নিতে হবে। ফেব্রিকের Dia
যদি Tube হয় তাহলে কেটে Open করে মেপে নিতে হবে।
প্রশ্নঃ একটি Roll
এ 1200 গজ ফেব্রিক আছে যার Dia হচ্ছে 76 ইঞ্চি এবং GSM হচ্ছে 220.
তাহলে ঐ Roll এ মোট কত কেজি ফেব্রিক রয়েছে?
সমাধানঃ
দেওয়া আছে, Roll
এর মোট কাপড়ের দৈর্ঘ্য বা Fabric Length = 1200 গজ।
= (1200×0.91440) মিটার।
= 1097.28 মিটার।
[যেহেতু,
1 Yard = 0.9144 Meter]
Dia বা Fabric Dia = 76 inches
=
(0.0254 × 76) মিটার
= 1.93 মিটার। [যেহেতু, 1 inch = 0.0254 meter]
Fabric GSM = 220
এখন উপরের তথ্যগুলো Fabric Weight
নির্ণয়ের সূত্রে বসালে ফেব্রিকের ওজন কেজিতে পাওয়া যাবে।
যেহেতু, Fabric Weight =
[(Fabric Length(m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg
তাহলে, Fabric Weight = [(1097.28 × 1.93 × 220) ÷ 1000] কেজি।
= (465905.088
÷ 1000)
কেজি।
= 465.905 কেজি।
আরো পড়ুনঃ
No comments:
Post a Comment