Denim হচ্ছে Hard Twill Weave দিয়ে তৈরি করা এক ধরণের ফেব্রিক যার গঠন দেখতে আড়াআড়ি রিবের মত। এটি 100%
Cotton দিয়ে তৈরি। ফলে ব্যবহার খুব আরামদায়ক। Denim এর গঠন
বিশ্লেষণ করলে দেখা যায় এর Warp Yarn এর রং থাকে নীল এবং Filling
Yarn এর রং থাকে সাদা। ফলে এই ফেব্রিকের সামনের দিকের রং নীল ও পেছনের দিকের রং সাদা হয়। Denim
তৈরিতে ইন্ডিগো সূতার ব্যবহার করা হয়। জিন্স, জ্যাকেট, পার্স,
ব্যাগ, শার্ট, হাফ প্যান্ট ইত্যাদি তৈরিতে Denim
ব্যবহার করা হয়।
Jeans কি?
ফ্রান্স শব্দ Genoa (জেনোয়া) থেকে Jeans শব্দের উৎপত্তি যার অর্থ-“Hard-wearing trousers made of denim অর্থাৎ জিন্স হচ্ছে Denim থেকে তৈরি এক ধরণের Casual
Trouser.
আরেকটু স্পষ্টভাবে বলতে গেলে, Jeans
বলতে সাধারণত Informal Trouser/Pant কে বুঝায় যা
Denim Fabric দ্বারা তৈরি করা হয়।
Jeans উদ্ভাবনের পর থেকে এখন পর্যন্ত এটি খুব জনপ্রিয়
একটি Fashion। বিশেষ করে তরুণ-তরুণীরা জিন্স ছাড়া তাদের ফ্যাশনের কথা চিন্তাই করে না।
Denim এবং Jeans এর পার্থক্য
Denim এবং Jeans আমাদের কাছে খুব পরিচিত ও জনপ্রিয় দুটি
শব্দ। কিন্তু প্রায়ই আমরা এই দুটি শব্দের সঠিক পার্থক্য করতে পারি না। উপরের আলোচনা
থেকে শব্দ দুটির পার্থক্য অনেকটাই হয়তো ধারণা করতে পেরেছেন । আরো স্পষ্ট ধারণার জন্য
নিচে Denim এবং Jeans এর কিছু পার্থক্য দেওয়া হলো-
Subject
|
Denim
|
Jeans
|
Definition
|
Denim
হচ্ছে এক
ধরণের ফেব্রিক।
|
Jeans এক ধরণের পোশাক যা Denim ফেব্রিক
থেকে তৈরি করা হয়।
|
Source
|
Heavy Twill Weave থেকে Denim তৈরি করা হয়।
|
Denim ফেব্রিক থেকে Jeans তৈরি করা হয়।
|
Clarity
|
সকল
Denim, Jeans নয়।
|
সকল
Jeans হচ্ছে Denim.
|
Uses
|
Denim শুধু Jeans তৈরিতেই ব্যবহৃত হয় না। এটি
Skirts, Shirts, Jackets, Short Pants ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
|
এটি একটি
গার্মেন্টস যা সাধারণত প্যান্ট হিসেবে ব্যবহার করা হয়।
|
আরো পড়ুনঃ
No comments:
Post a Comment