Yarn এবং Thread কি? Yarn এবং Thread পার্থক্য কি কি? | What is Yarn and
Thread? What are the Differences Between Yarn and Thread?
Yarn
Yarn
Yarn হচ্ছে প্রাকৃতিক বা সিন্থেটিক Fiber এর একটি ধারাবাহিক
ঘূর্ণিত ফিতা যা মূলতঃ নিটিং এবং ওয়েবিং এ ব্যবহৃত হয়।
Thread
Thread হচ্ছে দুই বা ততোধিক Fiber এর পাকানো শক্ত ফিতা
যা মূলতঃ ফেব্রিক জোড়া লাগাতে ও ফেব্রিকে Trim জোড়া লাগাতে ব্যবহৃত হয়।
Yarn হচ্ছে টেক্সটাইলের প্রধান কাঁচামাল যা গ্রে
(Grey) ফেব্রিক বানাতে ব্যবহৃত হয়। অন্যদিকে Thread হচ্ছে গার্মেন্টসের প্রধান
Trim যা ফ্রেব্রিক জোড়া লাগাতে ও অন্যান্য Trim গার্মেন্টসে জুড়ে দিতে ব্যবহৃত হয়।
Yarn এবং Thread এর প্রস্তুতপ্রণালী ও ধর্ম প্রায় একই রকম হলেও কিছু পার্থক্য রয়েছে।
নিচে Yarn এবং Thread এর কিছু পার্থক্য দেওয়া হলো-
Yarn এবং Thread এর পার্থক্য
Subject
|
Yarn
|
Thread
|
Source
|
প্রাকৃতিক বা সিন্থেটিক Fiber
|
দুই বা ততোধিক Fiber
|
Ply
|
সাধারনত ১ টি Ply থাকে।
|
সাধারানত দুই এর অধিক Ply থাকে।
|
Softness
|
Yarn সাধারানত Thread এর
চেয়ে নরম হয়।
|
Thread সাধারনত Yarn এর
চেয়ে শক্ত হয়।
|
Thickness
|
Yarn সবসময় Thread এর
চেয়ে চিকন।
|
Thread সময় Yarn এর
চেয়ে শক্ত হয়।
|
Strength
|
Yarn এর strengthness
থ্রেড এর চেয়ে কম।
|
Thread এর strengthness ইয়ার্ণ
এর চেয়ে বেশি।
|
Weight
|
সমান দৈর্ঘ্যের ইয়ার্ণ থ্রেড এর ওজনের তুলনায় বেশি ভারী।
|
সমান দৈর্ঘ্যের থ্রেড ইয়ার্ণ এর ওজনের তুলনায় হালকা।
|
Sold
|
সাধারণত বেশি পরিমাণে বিক্রি করা হয়।
|
খুব কম পরিমাণেও বিক্রি করা হয়।
|
Uses
|
মূলতঃ নিটিং ও ওয়েভিং এ ব্যবহৃত হয়।
|
বিশেষভাবে সুইং এ ফেব্রিক জোড়া লাগাতে ও গার্মেন্টসে Trims লাগাতে
ব্যবহৃত হয়।
|
No comments:
Post a Comment