Shade কি?
Shade
বলতে বুঝায় Color বা রং এর ঘনত্ব। রং যদি
কাপড়ে খুব গভীর বা ঘনভাবে থাকে তবে তাকে Dark Shade এর কাপড়
বলে। আর যদি রং হালকাভাবে থাকে তাহলে তাকে Light Shade এর
কাপড় বলে।
Shade নিয়ে কিছু কথা
ফেব্রিকের শেড একেক জনের কাছে একক রকম হতে পারে। কারণ সবার চোখের কালার
ক্যাপচার ও ডিসপ্লে ক্ষমতা একরকম নয়। ফলে একই কালারের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তির
কাছ থেকে ভিন্ন ভিন্ন মন্তব্য আসতে পারে। এক্ষেত্রে শেড ম্যাচিং এর জন্য
কম্পিউটারাইড পদ্ধতি সবচেয়ে উত্তম। যদিও তা অনেক ব্যয়বহুল, তাই Bulk Production এর
ক্ষেত্রে সাধারণত ব্যক্তি দ্বারাই শেড চেক করানো হয়।
কিছু শেড চেকিং পয়েন্ট
সাধারণত
ডাইং এবং ডায়িং ফিনিশিং সেকশনেরর কিছু পয়েন্টে শেড চেক করে শেড ঠিক
আছে কিনা তা নিশ্চিত করে নিতে হয়। পয়েন্টগুলো হলো –
১।
ডায়িং করার সময়
২।
ডায়িং শেষ হওয়ার পর।
৩।
ফেব্রিক শুকানোর পর।
৪।
ফেব্রিক ফিনিশিং করার সময় এবং
৫।
ফিনিশিং করার পর।
সেড দেখার কিছু লাইট সোর্স
আলোর
(Light) উপড় ভিত্তি করে ফেব্রিকের শেড ভিন্ন ভিন্ন হয়। তাই বায়ার এর
নির্দেশনা ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ফব্রিকের
শেড চেক করে নিতে হয়। বায়ারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট বৈশিষ্টের কিছু লাইট এর
নিচে ফেব্রিক চেক করে সেই আলোতে নির্দিষ্ট কালারের জন্য শেডের স্ট্যান্ডার্ড
মিলিয়ে নিতে হয়। নিচে কিছু কমন লাইটের নাম উল্লেখ করা হল –
১। D-65
(Artificial Daylight)
২। TL-84 (Store
Light)
৩। F (Tungsten Filament
Light)
লাইট ব্যবহারের নির্দেশিকা
নিচে
প্রত্যেক প্রকার লাইট ব্যবহার নির্দেশিকা সম্পর্কে আলোচনা করা হল।
১। D-65 (Artificial Daylight)
D65
এর আলো বলতে বোঝায় কৃত্রিমভাবে তৈরি দুপুর এর উজ্জ্বল আলোকে বোঝায়। দিনের বেলায়
ফেব্রিকের শেড কিরকম দেখাবে তা এই লাইটের সাহায্যে বুঝা যায়।
২। TL-84 (Store Light)
ফেব্রিকের
সেড এ ব্লু আর গ্রিন এর পরিমাণ কম/বেশী আসে কিনা তা এই লাইট এর সাহায্যে চেক করে
দেখা হয়।
৩। F (Tungsten Filament Light)
ফেব্রিকের
সেড এ হলুদ এবং রেড এর পরিমাণ কম/বেশী আসে কিনা তা এই লাইট এর সাহায্যে চেক করে
দেখা হয়।
৪। UV (Ultraviolet Light)
স্পেশালি হোয়াইট কাপড় চেক করতে এই লাইট ব্যাবহার করা
হয়।
Nice Information.
ReplyDeleteNice Information.
ReplyDeletePlese call me 01621133474
ReplyDeletevaiya denim fabrics niye jodi kichu dhaorna diten jegulo marketing somoy kaje lage
ReplyDeleteami apner sobgulo post pori pls denim niye dharona den
ReplyDelete