Six Sigma (6σ) এর মূলনীতি
Six Sigma (6σ) এর মূলনীতি হল এটি Measurement-Based Strategy
অনুসরণ করে যা প্রসেসের উন্নতি সাধন করে প্রসেসের বৈচিত্র কমায় ও ত্রুটি দূর করে।
Six Sigma (6σ) দুটি মূল Strategy হল-
১। DMAIC (Define, Measure, Analyze, Improve, Control) এবং
২। DMADV (Define, Measure, Analyze, Design, Verify)
DMAIC ও DMADV এর সংজ্ঞা
DMAIC এমন একটি উন্নয়নের প্রক্রিয়া যা চলমান
কোন প্রসেস বা প্রোডাক্ট যেটি Six Sigma এর নির্দিষ্ট আদর্শ মানের নিচে অবস্থান করে তাকে খুঁজে বের করে তার চলমান
উন্নটি সাধন করে।
DMADV এমন একটি
উন্নয়নের প্রক্রিয়া যা কোন নতুন প্রসেস বা প্রোডাক্টকে Six Sigma এর কোয়ালিটি লেভেলে উন্নীত করে।
DMAIC এর ৫ টি ধাপ
নিচে এর
ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
Define: এই ধাপে একটি সিস্টেমকে নির্ধারণ করা হয়, কাস্টমার কি
চায় তা লিপিবদ্ধ করা হয় এবং প্রজেক্টের উদ্দেশ্য সম্পর্কে ধারণা নেওয়া হয়।
Measure: এই ধাপে প্রসেসের বর্তমান অবস্থা সম্পর্কে জানা হয় এবং
প্রসেসের ডাটা সংগ্রহ করা হয়।
Analyze: এর ধাপে প্রসেসের ডাটা বিশ্লেষণ করে সমস্যা চিহ্নিত করা হয় এবং সমস্যাগুলোর
Root Cause বের করা হয়।
Improve: এই ধাপে Analye
ধাপ থেকে প্রাপ্ত Root Cause দূর করা হয় এবং প্রসেসকে আরো
উন্নত করা হয়। এক্ষেত্রে সাধারণত Poka Yoke বা Mistake Proofing নামক Lean Tool টি
ব্যবহার করা হয়ে থাকে।
Control: এই ধাপে আগের ধাপের ত্রুটিমুক্ত প্রসেসটিকে নিয়ন্ত্রণ করা হয়।
DMAIC এর ৫ টি ধাপ
DMADV কে DFSS বা "Design For
Six Sigma"ও বলা হয়ে
থাকে।
নিচে এর
ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
Define: এই ধাপে কাস্টমার ও সিস্টেমের চাহিদা অনুযায়ী প্রসেসের
জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
Measure: এই ধাপে এমন বিষয়গুলো খুঁজে বের করা হয় যেগুলো প্রসেসের
জন্য নির্ধারিত কোয়ালিটি অর্জনে বাধা দেয়।
Analyze: এই ধাপে প্রসেসের জন্য উন্নত বা বিকল্প কোন প্রক্রিয়া
বিশ্লেষণ করে বের করা হয়।
Design: এই ধাপে প্রসেসের জন্য উন্নত বা বিকল্প কোন প্রক্রিয়া ডিজাইন
করা হয়।
Verify: এই ধাপে প্রস্তাবিত ডিজাইনটি যাচাই করা হয়, পাইলট রান করে
দেখা হয় ও উন্নত প্রক্রিয়াটি প্রসেসের মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
Thanks for your advice
ReplyDeleteঅনেক কিছু জানলাম।ধন্যবাদ
ReplyDeleteif you can measure how many "defects" you have in a process, you can systematically figure out how to eliminate them and get as close to "zero defects" as possible. Six Sigma
ReplyDeleteThank you because you have been willing to share information with us. we will always appreciate all you have done here because I know you are very concerned with our. Six Sigma
ReplyDeleteWhile modern machines not have tilt switches, any type of technical fault (door swap within the mistaken state, reel motor failure, out of paper, and so forth.) continues 빅카지노 to be called a "tilt". It flashes to alert the operator that change is needed, hand pay is requested or a potential problem with the machine. It can be lit by the player by pressing the "service" or "assist" button. Advocates for the playing trade disagree, claiming digital gaming machines are benign — designed to entertain, not manipulate. Whether you suppose slot machines are a trick or entertainment depends largely on the way you strategy them.
ReplyDelete