Lycra/Spandex/Elastane কি?
Lycra হচ্ছে Spandex বা Elastane সূতার
একটি Brand Name. spandex বা elastane হচ্ছে তার জেনেরিক নাম। মোট কথা লাইক্রা
হচ্ছে একটি ব্র্যান্ডের নাম। এটি কোন সূতা নয়। এই সূতা ১৯৫৮ মতান্তরে ১৯৫৯ সাথে
ভার্জিনিয়ার DuPont কোম্পানী
প্রথম উদ্ভাবন করে। আগে কাপড়ের স্থিতিস্থাপক ধর্মের জন্য Latex Rubber ব্যবহার করা হত যা Spandex Fiber উভাবনের
পর পাল্টে যায়।
Lycra/Spandex/Elastane Fiber এর ব্যবহার
Cotton বা Polyester সূতার সাথে একটি নির্দিষ্ট পরিমাণ Lycra/Spandex/Elastane সুতা
মিশিয়ে Spandex Fabric বানানো হয়।
Spandex Fiber এর সবচেয়ে মজার ও লক্ষণীয় বৈশিষ্ট হচ্ছে তার
স্থিতিস্থাপকতা ও টেনে ছেড়ে দিলে আবার ১০০% পূর্বাবস্থায় ফিরে আসা। এই ধরণের
ফাইবার দিয়ে তৈরি পোশাক খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সুইমিং, সাইক্লিং, জিম ও
স্পোর্টস পোশাক হিসেবে এই ফাইবারের তৈরি পোশাক প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়।
Spandex Fiber যুক্ত কাপড়ের কিছু ব্যবহার
১। যে কোন ধরণের স্পোর্টসের বা ব্যায়ামের জন্য ব্যবহৃত
কাপড়।
২। মোজা।
৩। গ্লাভস।
৪। লেগিংস।
৫। ইউগা প্যান্ট।
৬। স্কাই প্যান্টস।
৭। স্কিনি জিন্স।
৮। Undewear ইত্যাদি।
Spandex Fiber প্রস্তুতকারী কিছু ব্র্যান্ডের নাম
ROCIA, Linel, Elaspan, ESPA,
Texlon
বহুল প্রচলিত লায়ক্রা ইয়ার্ন এর কিছু কাউন্ট
40D (কাউন্ট ৪0 ডেনিয়ার) 70D (কাউন্ট ৭০ ডেনিয়ার), এবং 100D (কাউন্ট ১০০ ডেনিয়ার)
ডাইং প্রডাকশন এর ক্ষেত্রে
Lycra/Spandex/Elastane
কাপড় চালানোর
কিছু সুবিধা ও আসুবিধা
লাইক্রা বা Spandex যুক্ত কাপড় এর কিছু বৈশিষ্ট,
সুবিধা ও অসুবিধা নিচে দেওয়া হল।
১. Spandex যুক্ত কাপড় এর প্রসেস লস সব চেয়ে বেশি।
২. Spandex যুক্ত কাপড় ডাইং এর আগে হিট সেট করে নিতে হয়। কারণ
হিট সেট না করলে কালার এবজরভেন্সি কম হয় এবং কাপড়ে ক্রিজ মার্ক পড়ে।
৩. Spandex যুক্ত কাপড়ে Spandex এর পরিমাণ % হিসেবে বলা হয়। যেমন 5% Spandex, 10% Spandex, 15% Spandex ইত্যাদি।
৪. লায়ক্রা ফেব্রিকের ক্ষত্রে ডার্ক কালার হলে ৮-১০% এবং লাইট কালার
হলে ১০-১৪% পর্যন্ত প্রসেস লস ধরে
ডাইং করা হয় ।
৫. নিটিং করার সময়
Spandex/Lycya মেশিনে ৩ ভাবে Feed দেওয়া হয়। যেমনঃ
ক) ফুল ফিডার লায়ক্রা
খ) হাফ ফিডার লায়ক্রা এবং
গ) কোয়ার্টার ফিডার লায়ক্রা।
ক) ফুল ফিডার লায়ক্রা
খ) হাফ ফিডার লায়ক্রা এবং
গ) কোয়ার্টার ফিডার লায়ক্রা।
Sir, full feeder,half feeder,quater feeder spandex বলতে কি বুঝি?
ReplyDeleteএকটি নিটিং মেশিনে যতগুলো ফিডার থাকবে,সব গুলো ফিডার দিয়ে লেক্রা প্রবেশ করালে তাকে ফুল ফিডার লেক্রা,অর্ধেক ফিডার ব্যবহার করলে হাফ আর হাফ এর অর্ধেক ব্যবহার করলে কোয়ার্টার ফিডার বলে।
Deleteস্যার। লেকরার পার্সেন্টেজ বের করার নিয়মটা জানতে চাই?তার কোনো সুত্র থাকলে বলবেন কি??প্লিজ
ReplyDeleteকটন সুতা লাইক্রা দিয়ে নেভি কালার মাল বানালে লাইক্রা কি মালে দেখা যাবে
ReplyDeleteস্যার dyeable lycra R non dyeable lycra মধ্যে পার্থক্য কি
ReplyDelete