ফেব্রিক GSM নিয়ে ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য || Ten Important Facts About Fabric GSM

ফেব্রিকের GSM সম্পর্কে ১০ টি গুরুপূর্ণ তথ্য যা সবার জানা প্রয়োজন- 
১। GSM বা Germ Per Square Meter হচ্ছে প্রতি ১ বর্গমিটার কাপড়ের গ্রামে ওজন।
২। যে ফেব্রিকে GSM যত বেশি সে ফেব্রিক তত মোটা এবং ঘন।
৩। স্টিচ লেংথ কমালে GSM বাড়ে।
৪। ফেব্রিকের ফিজিক্যাল গুরুত্বের দিক দিয়ে স্রিংকেজ এর পরেই GSM এর স্থান।
৫। সাধারণত GSM এর টলারেন্স ±৫ । কিছু কিছু ক্ষেত্রে ±১০ পর্যন্ত গ্রহণ করা হয়।


৬। ফেব্রিকের Width কমিয়ে Length বরাবর ওভার ফিড দিলে GSM  বাড়ে।
৭। কাপড় রিলাক্সয়ে রাখলে, AC রুমে রাখলে বা যে কোন আর্দ্র পরিবেশে রাখলে বা ঠান্ডা করলে GSM বাড়ে।
৮। সানফোরাইজ করে দিলে ওভেন ফেব্রিকের GSM বেড়ে যায়। আবার ফুল Steam দিলে GSM আরো বেড়ে যায়।
৯।  সাধারণত GSM শুধু মাত্র নীটে মাপা হয় ওভেন কাপড় এর  GSM মাপা হয় না।
১০। ফেব্রিকের GSM যত বেশি হবে, সূতা তত বেশি লাগবে ও ফেব্রিকের দামও বেশি হবে।

Fabric GSM, What is GSM

12 comments: