কাটিং
সেকশনে Fabric Utilization% নির্ণয়ের পদ্ধতি।
Fabric
Utilization
Textiles এবং Garments উভয় সেক্টরেই Fabric Utilization এর গুরুত্ব অনেক। কারণ একটি কোম্পানির মোট বিনিয়োগের ৬০-৭০%
ই হচ্ছে ফেব্রিকের দাম। তাই Fabric Utilization যত বেশি হবে কোম্পানির লাভ তত বেশি হবে।
কাটিং সেকশনে Fabric Utilization হচ্ছে গার্মেন্টস তৈরির
জন্য যতটুকু ফেব্রিক দরকার এবং যতটুকু ফেব্রিক কাটিং সেকশনে কাঁটা হয় তার অনুপাতের শতকরা হার। সহজভাবে বলতে গেলে Fabric Utilization এর সূত্রটি হচ্ছে,
Fabric utilization (%) = (Cut Pannel Weight/Fabric Weight)×100%
Fabric
Utilization
Fabric Utilization সাধারণত কাপড়ের
ওজনের সাহায্যে বের করা হয়। নিচে Fabric Utilization নির্ণয়ের এর ধাপগুলো দেওয়া হল।
ধাপ-০১: Lay length, Lay width এবং Fabric
এর GSM মেপে নিতে হবে।
ধাপ-০২: Fabric এর Weight বের করতে হবে। Fabric Weight বের করার সূত্রটি হচ্ছে-
ধাপ-০২: Fabric এর Weight বের করতে হবে। Fabric Weight বের করার সূত্রটি হচ্ছে-
Fabric Weight = Lay length X Lay width X GSM X No. of
plies
ধাপ-০৩: কাটিং সম্পন্ন হওয়ার পর Cut Pannel ব্যতিত Lay থেকে প্রাপ্ত সকল ধরনের Wastage সংগ্রহ করে সেগুলো ওজন করতে হবে।
ধাপ-০৪: Cut Pannel এর ওজন নির্ণয় করতে হবে। Cut Pannel এর ওজন বের করার সূত্রটি হচ্ছে-
ধাপ-০৩: কাটিং সম্পন্ন হওয়ার পর Cut Pannel ব্যতিত Lay থেকে প্রাপ্ত সকল ধরনের Wastage সংগ্রহ করে সেগুলো ওজন করতে হবে।
ধাপ-০৪: Cut Pannel এর ওজন নির্ণয় করতে হবে। Cut Pannel এর ওজন বের করার সূত্রটি হচ্ছে-
Cut Pannel Weight = Fabric Weight – Wastage Weight (অর্থাৎ ধাপ-০২ - ধাপ-০৩)
ধাপ-০৫: উপরের তথ্যগুলোর সাহায্যে Fabric Utilization বের করতে হবে। Fabric Utilization বের করার সূত্রটি হচ্ছে-
ধাপ-০৫: উপরের তথ্যগুলোর সাহায্যে Fabric Utilization বের করতে হবে। Fabric Utilization বের করার সূত্রটি হচ্ছে-
Fabric utilization (%) = (Cut Pannel Weight/Fabric Weight)×100%
প্রশ্নঃ একটি কাটিং টেবিলের উপরে 150 GSM এর কোন একটি ফেব্রিকের এর Lay বিছানো আছে। যার দৈর্ঘ্য 30m এবং প্রস্থ 1.25m. যদি মোট ply
এর সংখ্যা 50 টি এবং wastage এর পরিমাণ 12kg হয় তাহলে Fabric utilization কত হবে?
সমাধানঃ
এখানে, Lay Length = 30m
Lay width = 1.25m
Fabric GSM = 150
No. of plies = 50
Wastage Weight = 12.5 kg
তাহলে,
Fabric Weight = 30 X 1.5 X 150 X 50 = 337500 gm = 337.5kg
Cut Pannel Weight = Fabric Weight – Wastage Weight
= 337.5 kg-12.5 kg = 325 kg
Fabric utilization (%) = (325/337.5)×100% = 96%
অর্থাৎ ঐ কাটিং এ 96% Fabric
utilization হয়েছে এবং (100-96=) 4% ফেব্রিক
নষ্ট হয়েছে।
what will be the formula of point number 3 ? that is what what will be the formula to find out the fabrics wastage.
ReplyDelete