What is Slub Fabric (স্লাব ফেব্রিক কি?)
যে ফেব্রিকের দৈর্ঘ্য বরাবর স্লাব ফাইবারের ছোট ছোট গিঁট বা লম্বা লম্বা দাগ থাকে যা ফেব্রিকের গা থেকে উঠে যাবে বলে মনে হয় তাকে স্লাব ফেব্রিক বলা হয়। সহজভাবে বলতে গেলে স্লাব সূতা দিয়ে তৈরি ফেব্রিককে স্লাব ফেব্রিক বলে। স্লাব (Slub) মূলত এক ধরণের ফেব্রিক ডিফেক্ট। যদিও কালের বিবর্ধনে এটি ফ্যাশনে পরিণত হয়ে গেছে। ফেব্রিকে আলাদা বৈশিষ্ট্য ও অনুভূতি দেওয়ার জন্য এই ধরণের ফেব্রিকের চাহিদা অনেক।
যে ফেব্রিকের দৈর্ঘ্য বরাবর স্লাব ফাইবারের ছোট ছোট গিঁট বা লম্বা লম্বা দাগ থাকে যা ফেব্রিকের গা থেকে উঠে যাবে বলে মনে হয় তাকে স্লাব ফেব্রিক বলা হয়। সহজভাবে বলতে গেলে স্লাব সূতা দিয়ে তৈরি ফেব্রিককে স্লাব ফেব্রিক বলে। স্লাব (Slub) মূলত এক ধরণের ফেব্রিক ডিফেক্ট। যদিও কালের বিবর্ধনে এটি ফ্যাশনে পরিণত হয়ে গেছে। ফেব্রিকে আলাদা বৈশিষ্ট্য ও অনুভূতি দেওয়ার জন্য এই ধরণের ফেব্রিকের চাহিদা অনেক।
স্লাব গুলি মোডাল ফাইবার দিয়ে ইচ্ছাকৃতভাবে
তৈরি করা। ফেব্রিক
ডাইং করার সময় কটন
পার্ট ডাইং করলে স্লাব গুলি আন ডাইড থাকে। এই ধরণের ফেব্রিকের স্রিংকেজ ও স্পাইরিলিটি প্রবণতা
অনেক বেশি।
স্লাব ফেব্রিকের ধারণা যেভাবে আসে
১৯ শতকের দিকে যখন কাপড় হাতে বানানো
হত তখন স্লাব (Slub) শব্দটি স্পিনিং এর আগে Wool প্রস্তুতকরণের সময় ব্যবহৃত একটি শব্দ ছিল। যারা স্পিনিং করতো তারা যখন Wool
Fibers গুলো হাতে একসাথে প্যাঁচাতো তখন যে লম্বা সূতা উৎপন্ন হত তার
একেক জায়গায় একেক রকম Thickness আসতো যা একদম তৈরি পোশাকে
পর্যন্ত পরিলক্ষিত হত। এই Uneven Thickness তখনকার সময় স্লাব
নামে পরিচিত ছিল।
What is Slub? (স্লাব কি?)
স্লাব হচ্ছে এক ধরণের সূতা যা সাধারনত মোডাল ফাইবার দিয়ে তৈরি। মেল্ট স্পিনিং এর সিপ্নারেট দিয়ে দিয়ে স্লাব প্রস্তুত করা হয়। তারপর স্লাব এটাচিং ডিভাইস দিয়ে এই স্লাবকে কটন সুতার সাথে রিং ফ্রেমে স্পিনিং করে স্লাব ইয়ার্ন তৈরি করে হয়।
স্লাব হচ্ছে এক ধরণের সূতা যা সাধারনত মোডাল ফাইবার দিয়ে তৈরি। মেল্ট স্পিনিং এর সিপ্নারেট দিয়ে দিয়ে স্লাব প্রস্তুত করা হয়। তারপর স্লাব এটাচিং ডিভাইস দিয়ে এই স্লাবকে কটন সুতার সাথে রিং ফ্রেমে স্পিনিং করে স্লাব ইয়ার্ন তৈরি করে হয়।
স্লাব ফেব্রিকের কিছু গুরুরুত্বপূর্ণ বৈশিষ্ট
১। স্রিংকেজ % অন্যান্য ফেব্রিকের তুলনায় অনেক বেশি ।
২। স্পাইরিলিটির বা টুইস্টিং প্রবনতা বেশি।
৩। শুধু কটন পার্ট ডায়িং করলে স্লাব গুলো আনডাইড থাকে।
৪। হেন্ডফিল ভাল নয়।
৫। ডাইং এবং ফিনিশিং করার পর ফেব্রিকে হোল হওয়ার প্রবণতা বেশি।
৬। হালকা রং (Lite Color) করলে ব্লিচিং এর পর ডিমিনারাইলেজেশন করে নিতে হয়।
৭। নীট ফেব্রিকের স্লাবগুলো তৈরি করা হয় মোডাল ফাইবার থেকে এবং ওভেন ফেব্রিকের স্লাবগুলো তৈরি করা হয় কটন ফাইবার থেকে।
(লেখাটি কেমন লাগল? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন
কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি
যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত
হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)
No comments:
Post a Comment