Textile & RMG সেক্টরে যারা
কাজ করেন অথবা এই রিলেটেড কোন বিষয়ের উপড় পড়াশোনা করছেন তাদের ফেব্রিক সম্পর্কে ধারণা
থাকতে হবে। বিশেষ করে যারা টেক্সটাইল এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিভিন্ন ধরণের ফেব্রিকের
পরিচয় ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। আজকের লেখায় ফেব্রিক দেখে
ফেস ও ব্যাক সাইড চেনার কিছু উপায় নিয়ে আলোচনা করা হল।
৪। ফেইস সাইডে ফেব্রিকের গ্লেস বেশি থাকে।
ফেব্রিকের ফেস ও ব্যাক সাইড চেনার ৮টি
উপায়
১। ফেব্রিক এর টেক্সচার বা ডিজাইন যে দিকে
থাকে সাধারণত সেটি ফেস সাইড হয়।
২। সিঙ্গেল জার্সি ফেব্রিক প্রস্থ বরাবর টানলে ব্যাক সাইডের
দিকে কুঁচকিয়ে যায়। অর্থাৎ তার বিপরীত দিকই হল ফেস সাইড।
৩। ফেব্রিকের রোল করার সময় ফেস সাইড ভেতরের দিকে থাকে। লে
দেওয়ার সময় যাতে ফেস সাইড উপরের দিকে থাকে।
৪। ফেইস সাইডে ফেব্রিকের গ্লেস বেশি থাকে।
৫। ফেইস সাইডে ফেব্রিকের হ্যান্ডফিল ভাল থাকে।
৬। ফব্রিকের প্রিন্ট সবসম্য ফেইস সাইডে হয়।
৭। ফেব্রিক যদি টেরী হয়, তাহলে যে দিকে লুপ থাকে সেটিই ফেইস
সাইড।
৮। ফেইস সাইড তুলনামূলক ব্যাক সাইড থেকে প্লেইন ও মসৃণ থাকে।
(লেখাটি কেমন লাগল? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন
কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি
যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত
হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)
No comments:
Post a Comment