Shining Mark কি?
ডাইং ফিনিশিং এর পরে কাপড় থেকে গার্মেন্টস বানানোর পর কাপড়ে ফ্রিকশনাল কিছু মার্ক দেখে যায় এইগুলি কালার লেস কিন্ত সাইনি। এদের সাইনিং মার্ক বলে ।
গ্রে ফেব্রিককে ফিনিশ করার পর বা ফিনিশ
ফেব্রিক থেকে গার্মেন্টস বানানোর পর ফেব্রিকে কিছু Frictional Mark দেখা যায়। এই মার্কগুলো
বর্ণহীন কিন্তু Shiny. এগুলোকেই Shining Mark বলে। নিচের চিত্রটি ভালভাবে লক্ষ্য করলে
Shining Mark দেখতে পাবেন।
Figure: Shining Mark |
Shining Mark দূর করার উপায়ঃ
১। Fabric এর Dyeing প্রসেস
শেষ হওয়ার পর মেশিন থেকে ফেব্রিক আনলোড করার পর যত তাড়াতাড়ি সম্ভব ফেব্রিককে
ভালভাবে ওয়াশ করে Un-Fixed Dyes দূর করতে হবে।
২। ফেব্রিক ফোল্ডিং করার সময় টিস্যু
ব্যবহার করতে হবে।
৩। ফেব্রিককে Acid Wash করে Neutral করে
নিতে হবে।
৪। Cationic
Softener ব্যবহার করার সময় Anti-Foam ব্যবহার
করতে হবে।
৫। Shining
Mark পড়া যায়গায় কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে শুকিয়ে নিলে সাময়িকভাবে সমস্যা সমাধান করা যায়।
টেক্সটাইল এবং
গার্মেন্টস সম্পর্কিত বিষয়ের উপর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব
করুন এখানে ক্লিক করে Textile and RMG Solution
(লেখাটি কেমন লাগল? নিচের
কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন।
লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন
আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)
No comments:
Post a Comment