কতো GSM এর জন্য কতো কাউন্ট এর সুতা লাগবে? টেকনিকে জেনে নিন।

ফেব্রিক ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপুর্ণ একটি কাজ হচ্ছে কতো GSM এর ফব্রিকের জন্য কতো কাউন্টের ইয়ার্ণ লাগবে তা নির্ধারণ করা। এই কাজটি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ফেব্রিক ইঞ্জিনিয়ার এর অনেক বছরের অভিজ্ঞতার ফসল। এই অভিজ্ঞতার আলোকে আজকের পোস্ট।

কিছু ফর্মুলা ব্যবহার করে কিভাবে নির্দিষ্ট GSM এর জন্য নির্দিষ্ট কাউন্ট বের করা যায় তা–ই আলোচনা করা হয়েছে আজকের পোস্টে। এক্ষেত্রে GSM ৫% কম বেশি হতে পারে। তবুও বাস্তব ক্ষেত্রে সুত্রগুলো আপনাকে খুব কাজে দিবে। নিচের ছবিতে সূত্রগুলো দেওয়া আছে।

Fabric GSM, Yarn Cout, Required Count

চিত্রঃ প্রয়োজনীয় GSM এর জন্য কাউন্ট বের করার পদ্ধতি।
এখানে GSM যায়গায় যে GSM দরকার তা বসালে ঐ ধরণের ফেব্রিক তৈরি করতে কত কাউন্ট এর সুতা লাগবে তা বের হয়ে যাবে।

প্রশ্নঃ যদি 160 GSM এর Single Jersey ফেব্রিক তৈরি করতে হলে কত কাউন্ট এর ইয়ার্ণ লাগবে?
উত্তরঃ
চিত্রের টেকনিক অনুযায়ী,
Single Jersey =  4300 ÷ GSM
                = 4300 ÷ 160
                = 26.88
                = 26 কাউন্ট (প্রায়)


GSM Yarn Count এর সম্পর্ক
সবচেয়ে বেশি ব্যবহৃত ৫ ধরণের ফেব্রিকের কোন রেঞ্জের GSM এর জন্য কত কাউন্টের ইয়ার্ণ লাগবে তা নিচে বিস্তারিত দেওয়া হল-

চিত্রঃ GSM ও Yarn Count এর সম্পর্ক।
(লেখাটি কেমন লাগল? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)


9 comments:

  1. Relly nice information. Keep going

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো ভাই।গুরুত্বপূর্ণ কাজ গুলো। ডাইং সম্পেকে আরও ধারণা দিয়েন ভাই

    ReplyDelete
  3. কালার অনুযায়ী এস এল কত কত দিতে হবে অনুগ্রহ করে জানাবেন ভাই

    ReplyDelete
  4. ফিনিশিং কাপুরের কাউন্ট,,এবংকাপুরের কনেক্টসেকশন সম্পর্কে ধারনা চাই

    ReplyDelete
  5. Nice Thank you so much.

    ReplyDelete
  6. Polyester এ এই সূত্র কাজ করে না।
    polyester এর জন্য কোন সূত্র নাই?

    ReplyDelete