How to Calculate Sewing Machine RPM? || যেভাবে সুইং মেশিনের RPM বের করতে হয়।

What is Sewing RPM
কোন সুইং মেশিনে সর্বোচ্চ কি পরিমাণ আউটপুট হতে পারে তা সেই মেশিনের RPM দেখে ধারণা করা যায়। 
Sewing Machine RPM Calculation

আমরা জানি, RPM হল Revolution Per Minute অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণনের পরিমাণ।
একটি সুইং মেশিনের মোটর প্রতি মিনিটে কতবার ঘুরে তা হল ঐ সময়ের জন্য ঐ মেশিনের RPM. প্রত্যেকটি সুইং মেশিনের একটি সর্বোচ্চ RPM থাকে। সেটি অনেক সময় মেশিনের মোটরের গায়ে লেখা থাকে। মেশিন যত বেশি RPM এ ঘুরবে প্রোডাকশন তত বেশি হবে। যখন কোন অপারেটর মেশিন চালায় তখন বিভিন্ন কারণে সে সর্বোচ্চ RPM এ মেশিন চালাতে পারে না। একজন অপারেটর কত RPM এ মেশিন চালাতে পারবে তা মুটামুটিভাবে নিম্নোক্ত ৪টি বিষয়ের উপর নির্ভর করবে-
   1. Machine Health
   2. Operator Skill
   3. Difficulty Level of Performed Operation
   4.Quality



How to Calculate Sewing Machine RPM?
 ৩টি পদ্ধতিতে Sewing Machine এর RPM বের করা যায়।  
  1. By Machine User Manual or RPM Sticker from Machine Motor 
  2. Laser Tachometer 
  3. Calculation of RPM by Physical Data
     Calculation of Sewing Machine RPM by Physical Data
       
   Steps:
   1. 200 cm লম্বা ও  15 cm  প্রস্থ বিশিষ্ট একটি কাপড়ের টুকরা কেটে নিতে হবে।
   2. কাপড়ের টুকরাটি দিয়ে একটি লুপ বানিয়ে তার যে কোন স্থানে প্রস্থ বরাবর একটি লাইন টেনে দিতে হবে।
   3. তারপর মেশিনের SPC (Stitch Per Centimeter) সেট করে দিতে হবে। (Say, SPC = 4)
   4. মেশিনের Needle and Bobbin এর সূতা লাগিয়ে নিতে হবে।
   5. মেশিনটিকে সর্বোচ্চ স্পীডে চালিয়ে ঐ নির্দিষ্ট দাগ থেকে সুইং শুরু করে আবার সেই দাগ পর্যন্ত আসতে হবে এবং মোট কত সময় লাগলো তা রেকর্ড করতে হবে। (Say, Total Time (Cycle Time) = 12 Second)
এখন নিচের সূত্রে প্রাপ্ত মানগুলো বসালেই মেশিনের RPM পাওয়া যাবে।


Formula:  Machine RPM = (SPC X Loop length X 60)/cycle time
দেওয়া আছে,
Loop length           = 200 cm
SPC                        = 4
Cycle Time            = 12 Second

So, Machine RPM       = (SPC X Loop length X 60)/cycle time
                                    = 4X200X60/12 
= 4000

অতএব, ঐ মেশিনের সর্বোচ্চ RMP = 4000


(লেখাটি কেমন লাগল? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)

1 comment: