What
is Operation Bulletin?
অপারেশন বুলেটিন হচ্ছে একটি সুইং লাইনের
মানচিত্রের মতো। এটির সাহায্যে আমরা জানতে পারি একটি সুইং লাইনে কি পরিমাণ মেশিন ও
শ্রমিক লাগবে এবং প্রত্যেকটি অপারেশনের জন্য কি কি মেশিন ও ডিভাইস লাগবে তাও জানা
যায়। তাছড়া প্রত্যেকটি অপারেশনের জন্য কতক্ষণ করে সময় লাগবে তাও জানা যায়। একটি
লাইনকে সঠিকভাবে ব্যালেন্সিং করতে ও লাইন থেকে Bottleneck দূর করতে Operation
Bulletin খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।
What
have in Operation Bulletin?
একটি Operation Bulletin এ বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ তথ্য
থাকে। নিচে এগুলো তুলে ধরা হলো-
1. Daily Working Hours
2. Daily and Hourly Target
3. List of All Operations
4. Number of Required Machine with Description
5. Number of Required Manpower
6. Number of Total Special Device Used
7. Overall Sewing & Non Sewing SMV
8. Total SMV at 100% Efficiency.
9. Estimated Production/Hour
10. Remarks about Different Operations
11. Name of Engineer Who Prepared the Operation
Bulletine
12. Machine And Manpower Summary
How
to Prepare Operation Bulletin?
একজন অভিজ্ঞ Industrial Engineer ছাড়া সঠিকভাবে
Operation Bulletin প্রস্তুত করা সম্ভব নয়। কারণ Operation Bulletin তৈরি করতে গেলে
কোন প্রসেস এ কি ধরণের মেশিন লাগে, কোন মেশিন দিয়ে ঘন্টায় কত পিছ প্রোডাকশন করা সম্ভব,
কোন প্রসেস এর জন্য কতটি মেশিন লাগবে ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হয়।
Steps
to Make Operation Bulletin
একটি পূর্ণাংগ Operation Bulletin
তৈরি করতে হলে মোটামুটিভাবে নিচে ধাপগুলো অনুসরণ করলেই হবে।
১। গার্মেন্ট বাছাই করে ঐ গার্মেন্ট এর Opetarion
Breakdown করা। প্রয়োজনে প্রত্যেকটি প্রসেস এর ভিডিও করা।
২। প্রত্যেক প্রসেস এর আলাদা আলাদা SMV নির্ণয় করা।
৩। প্রত্যেক প্রসেস এর জন্য আলাদা আলাদা Target নির্ধারণ
করা।
৪। টার্গেট অনুযায়ী প্রত্যেক প্রেসেস এর জন্য কতটি করে
মেশিন লাগবে তা নির্ধারণ করা।
৫। টার্গেট অনুযায়ী প্রত্যেক প্রেসেস এর জন্য কতজন করে
অপারেটর, হেল্পার ও আয়রণম্যান লাগবে তা নির্ধারণ করা।
৬। মেশিন এর জন্য কি ধরণের Guide, Folder ও
Attachment লাগবে তা নির্ধারণ করা।
৭। সকল প্রসেস এর জন্য নির্ধারিত টার্গেট এর জন্য সর্বমোট
কতটি Machine, Guide, Folder ও Attachment ও ম্যানপাওয়ার লাগবে তার সারসংক্ষেপ তৈরি
করা।
Benefits/Advantages
of Operation Bulletin
একটি সাজানো গুছানো ও
পূর্ণাংগ তথ্যবহুল Operation Bulletin
সুইং সেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে এর কিছু উপকারী দিক তুলে ধরা হলো-
১। Operation Bulletin থেকে একটি সুইং লাইনের সঠিক ও পূরণযোগ্য একটি টার্গেট
পাই।
২। বিভিন্ন প্রসেস এর Bottleneck বের করে তার দূর করা যায়।
৩। বিভিন্ন প্রসেসে এর জন্য মেশিন ও ম্যানপাওয়ার সংখ্যা নির্দিষ্ট থাকার
কারণে অতিরিক্ত মেশিন ও ম্যানপাওয়ার ব্যবহার না করতে পারার কারণে কোম্পানি অনেক লাভবান
হয়।
৪। সঠিকভাবে লাইন ব্যালেন্সিং করা যায়।
৫। প্রয়োজনীয় মেশিন টাইপ ও সংখ্যা নির্ধারিত থাকায় Maintenance
Department আগে থেকেই মেশিন সেটআপ সম্পর্কে প্রস্তুত হতে পারে।
টেক্সটাইল এবং
গার্মেন্টস সম্পর্কিত বিষয়ের উপর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব
করুন।
(লেখাটি কেমন লাগল? নিচের
কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন।
লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন
আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)
Nice and benifisery post, thank you so much
ReplyDeleteYou are most welcome! Stay with us for more update.
DeleteImportant post
ReplyDeleteThank you very much!
DeleteStay with us for more post.
Very good post
ReplyDeleteThank you very much.
Deleteঅসাধারন হয়েছে সব গুলো লেখা।
ReplyDeleteVERY NICE POST .THNX FOR U
ReplyDeleteStudying this article getting more confidence and thanks a lot. Day by day need to know more details such as IE tasks sequences one by one.
ReplyDelete