তৈরি
পোষাক উৎপাদনের মূল কাঁচামাল হচ্ছে ফেব্রিক। যা যে কোন গার্মেন্ট ইন্ডাস্ট্রির মোট
খরচের প্রায় ৭০%। ফেব্রিক উৎপাদিত হয় টেক্সটাইল সেকশনে Gray Form এ। সেই ফেব্রিককে বায়ারের চাহিদা অনুযায়ী রং করে
ফিনিশিং করে তারপর কাটার উপযোগী করে সুইং করা হয়। টেক্সটাইল সেকশনে গার্মেন্টস
সেকশনের ফেব্রিকের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরণের ফেব্রিক উৎপাদন করে থাকে।
আজকের পোষ্ট এ তৈরি পোষাক উৎপাদনে বহুল ব্যবহৃত ফেব্রিকের প্রকার নিয়ে
আলোচনা করা হল।
Types of Fabric Used In Garments Manufacturing
ফেব্রিক প্রধানত তিন ধরণের হয়
১। Woven Fabric
২। Knit
Fabric
৩। Non-Woven
Fabric
উপরের
তিন ধরণের ফেব্রিকের মধ্যে Non-Woven Fabric সাধারণত পোশাক উৎপাদনে ব্যবহৃত হয় না।
Woven Fabric
দুই সেট (Two Set) সূতার
ইন্টারলেসিং (Interlacing) এর মাধ্যমে উৎপাদিত ফেব্রিককে Woven Fabric বলে। এই ফেব্রিক Weaving মেকানিজম
এর সাহায্যে Loom এ উৎপাদিত হয়। এই ধরণের ফেব্রিক
খুব টেকসই হয় এবং বিভিন্ন ধরণের ডিজাইনের কাজ করার জন্য খুব উপযোগী। গরমের মৌসুমে
এই ধরণের ফেব্রিকের তৈরি পোষাকের ব্যবহার খুব আরামদায়ক।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত কিছু Woven Fabric এর
একটি List নিচে দেওয়া হল।
1. Twill
2. Satin
3. Poplin
4. Denim
5. Herringbone
6. Khadi
7. Gabardine
8. Dobby
9. Oxford
10. Melange
11. Dyed
12. Flannel
Woven Fabric দিয়ে তৈরি কিছু পোষাকের List নিচে দেওয়া হল।
1. Shirt
2. Pant
3. Jacket
4. Dress/Blouse
5. Trouser
6. Coat
7. Umbrella
8. Hat
9. Towel
10. Lining
Knitted Fabric
এক সেট (One Set) সূতার
ইন্টারলেসিং (Interlacing) এর মাধ্যমে উৎপাদিত ফেব্রিককে Knitted/Knitting
Fabric বলে। এই ফেব্রিক Weaving মেকানিজম এর সাহায্যে Loom এ উৎপাদিত হয়। শীতের
মৌসুমে এই ধরণের ফেব্রিকের তৈরি পোষাকের ব্যবহার খুব আরামদায়ক।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত কিছু Knitted Fabric এর
একটি List নিচে দেওয়া হল।
1. Single Jersey
2. Single Jersey Slub
3. Lycra Single Jersey
4. Bonded Jersey
5. Quilted Jersey
6. Design Sersey
7. Single Lacost
8. Rib (1X1, 2X1, 2X2, 3X2, 3X3, 4X2, 4X3, 4X4 etc.)
9. Pointile Rib
10. Fleece
11. Vericative Rib
12. French Terry
13. Gray Melange
14. Pique
15. Double Lacost
16. Design Terry
17. Baby Terry
18. Waffle
Knitted Fabric দিয়ে তৈরি কিছু পোষাকের List নিচে দেওয়া হল।
1. T-Shirt
2. Polo-Shirt
3. Sweat Shirt
4. Hoody
5. Skirt
6. Under Garments
7. Sweater
8. Trouser
9. Sock
10. Jacket
Non-woven Fabric
এই ধরণের ফেব্রিকগুলো বিভিন্ন ধরণের Bonded Material দিয়ে তৈরি করা হয়।
(লেখাটি কেমন লাগল? নিচের
কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার
করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)
Fantastic brother....
ReplyDeleteThank you very much.
Deleteawreg rtg rt gdr g
ReplyDeleteThank You So Much.
Deleteভাই আমি ৫টি ফেব্রিকস পল্টস এর নাম জানতে চাই
ReplyDeleteThe rehashed preliminary of garments during buy time because of non-fitting of garments in some cases makes harm the product which eventually is the misfortune to the retailer. mens leather jackets uk sale
ReplyDelete