What is fiber? What is natural fiber? What is man-made fiber?

What is Fiber? 

ফাইবার হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম কিছু সূক্ষ্ম বস্তু যা সাধারণত অন্য কোন বস্তু যেমন সূতা, দড়ি, কাপড় ইত্যাদি তৈরিতে  ব্যবহৃত হয়।

ফাইবার সাধারণত দুই প্রকার। যেমন-
১।  Natural Fiber বা প্রাকৃতিক ফাইবার
২। Man-made Fiber বা কৃত্রিম ফাইবার।
 
fiber,natural fibe,man-made fiber

What is Natural Fiber?

প্রকৃতি থেকে সরাসরি আমরা যে ফাইবারগুলো পাই সেগুলোকেই ন্যাচারাল বা প্রাকৃতিক ফাইবার বলে। প্রাকৃতি ফাইবারগুলো আমরা সাধারণত  উদ্ভিদ, প্রাণী ও খনিজ থেকে পেয়ে থাকি। কিছু ন্যাচারাল ফাইবার, যেমন- 
1. Cotton
2. Silk
3. Wool
4. Linen
5. Hemp
6. Cashmere
7. Jute
 
fiber,natural fibe,man-made fiber
Figure: Some Natural Fiber

What is Man-made Fiber?

যে সকল ফাইবার কৃত্রিমভাবে তৈরি করা হয় অর্থাৎ ফাইবারগুলোর রাসায়নিক গঠন ও  বৈশিষ্ট্য তৈরির সময় নির্দিষ্ট করে দেওয়া হয় সে সকল ফাইবারকে Man-made Fiber বা কৃত্রিম ফাইবার বলে। কিছু কৃত্রিম ফাইবার, যেমন-
1. Polyester
2. Nylon
3. Rayon
4. Plastic
5. Spandex
6. Viscous
fiber,natural fibe,man-made fiber
Figure: Some Man-made Fiber

No comments:

Post a Comment