What is Fiber?
ফাইবার হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম কিছু সূক্ষ্ম বস্তু
যা সাধারণত অন্য কোন বস্তু যেমন সূতা, দড়ি, কাপড় ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
ফাইবার সাধারণত দুই প্রকার। যেমন-
১।
Natural Fiber বা প্রাকৃতিক ফাইবার
২। Man-made Fiber বা কৃত্রিম ফাইবার।
What is Natural Fiber?
প্রকৃতি থেকে সরাসরি আমরা যে ফাইবারগুলো পাই সেগুলোকেই
ন্যাচারাল বা প্রাকৃতিক ফাইবার বলে। প্রাকৃতি ফাইবারগুলো আমরা সাধারণত উদ্ভিদ, প্রাণী ও খনিজ থেকে পেয়ে থাকি। কিছু ন্যাচারাল
ফাইবার, যেমন-
1. Cotton
2. Silk
3. Wool
4. Linen
5. Hemp
6. Cashmere
7. Jute
What is Man-made Fiber?
যে সকল ফাইবার কৃত্রিমভাবে তৈরি করা হয় অর্থাৎ ফাইবারগুলোর
রাসায়নিক গঠন ও বৈশিষ্ট্য তৈরির সময় নির্দিষ্ট
করে দেওয়া হয় সে সকল ফাইবারকে Man-made Fiber বা কৃত্রিম ফাইবার বলে। কিছু কৃত্রিম
ফাইবার, যেমন-
1. Polyester
2. Nylon
3. Rayon
4. Plastic
5. Spandex
6. ViscousFigure: Some Man-made Fiber |
No comments:
Post a Comment