What is Twill Fabric? Benefits of Using Twill Fabric.

Twill Fabric

Twill Fabric দেখে চেনার একদম সহজ উপায় হচ্ছে, এই ধরণের ফেব্রিকের মাঝে কর্ণ বরাবর খাঁজ কাঁটা থাকে। খাঁজগুলি সামনের দিকে কিছুটা ডার্ক হয় এবং পিছিনের দিকে কিছুটা লাইট হয়। দাগগুলো S Z , দুই ধরণের হয়।
Twill,Twill Fabric,Uses of Twill Fabric,Fabric,Textile,Knit,Woven

এই ধরণের ফেব্রিক সাধারণত প্রিন্ট করা হয় না তবে এই ফেব্রিক তৈরিতে মোটা ও বিভিন্ন রং এর সূতা ব্যবহার করা হয়। মূলত চার ধরণের টুইল ফেব্রিক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন-
Herringbone Twill
Lycra Twill
Satin Twill
Broken Twill

Benefits of Using Twill Fabric

ফেব্রিক মোটা হওয়ার কারণে খুব টেকসই হয়। ফলে অনেকদিন ব্যবহার করা যায়।
ফেব্রিক দুর্বোধ্য ও অস্বচ্ছ হওয়ার কারণে তাবু, টেবিল ক্লথ, বেড ম্যাট হিসেবে ব্যবহার করা যায়।
বেব্রিক মোটা হওয়ার করনে সহজে ভাঁজ পড়ে না। ফলে আইরণ ছাড়াও এই ফেব্রিকের তৈরি গার্মেন্টস  সহজেই ব্যবহার করা যায়।
ফেব্রিকের প্যাটার্ণ আড়াআড়ি ও খাঁজ থাকার কারণের ময়লা পড়লেও সহজে দেখা যায় না।

2 comments:

  1. You have done a fantastic job. I will definitely share with my friends. I am confident they will be benefited from this post. we also provide Sms Non Woven Fabric. for more information visit on our website.

    ReplyDelete
  2. 7m Bet Prediction, Tips & Previews - CasinoFib 카지노 카지노 다파벳 다파벳 카지노 카지노 273Roulette Table Betting | Choegocasino

    ReplyDelete