নীটিং বা নীট ডাইং ফেব্রিকের ক্ষেত্রে রুল
টু রুল আইডেন্টি বা কোয়ালিটি ইন্সপেকশন রিপোর্ট এর তথ্যের জন্য রুলের মাথায় মার্কার
দিয়ে লিখতে হয়। এবং যখন কাটিং করা হয় তখন এই লেখা অংশটুকু কেটে ফেলে দিতে হয়। এভাবে
যখন অনেকগুল রুলের মাথা কেটে ফেলে দিতে হয় তখন ফ্রেব্রিকের প্রসেস লস বেড়ে যায়। এই
লস কমানোর একটি উপায় রয়েছে। এই লেখাতে এই বিষটিই আলোচনা করা হয়েছে।
বর্তমানে অনেক প্রযুক্তি রয়েছে। যার একটি
হচ্ছে Fusible Heat Sensitive Sticker যাকে অনেকে Barcode Sticker নামেও চিনে।
এই স্টিকারে ফেব্রিকের সকল ইনফরমেশন আগে থেকে প্রিন্ট করা থাকে এবং Heat Press এর মাধ্যমে
ফব্রিক রুলের এক প্রন্তে লাগিয়ে দেওয়া হয়।
এই স্টিকার ১৩০ ডিগ্রি তাপমাত্রায়ও গলে না
ফলে ফেব্রিক ডাইং ও ফিনিশিং করার সময়ও এই স্টিকার অক্ষত থেকে যায়। তাছাড়া এই স্টিকার
লাগাতে আলাদা লোকবল লাগেনা এবং হাতে লেখার চেয়ে অনেক কম সময়ে লাগানো যায় ও কম যায়গা
দখল করে ফলে কাটিং করার সময় আগের চেয়ে অনেক কম কাপড় কেটে ফেলে দিতে হয় এবং প্রসেস লসও
কম হয়।
Figure: Fusible Heat Sensitive Sticker or Barcode Sticker |
No comments:
Post a Comment