নীট
ফেব্রিক তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ফেব্রিক। পড়তে আরাম ও দামে কম
হওয়ায় এই ধরণের ফেব্রিকের চাহিদা বিশ্বের প্রতিটি দেশেই বেশি। আজকের আলোচনায় এই
ফেব্রিকের কিছু বেসিক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে।
নীট ফেব্রিক
সম্পর্কে ৮টি বেসিক তথ্য
১. ফেব্রিকের GSM যত বেশি ফেব্রিকটি
তত বেশি মোটা, একইভাবে GSM যত কম ফেব্রিকটি তত বেশি চিকন।
২. ফেব্রিকের GSM যত বেশি ফেব্রিকটি
বানাতে তত বেশি সুতা লাগলে ও দামও বেশি হবে।
৩. VDQ
(Variable Dia for Quality Pulley) পুলির Dia বাড়ালে Stitch Length বাড়ে ফলে Stitch
Density কমে ও GSM কমে। একইভাবে VDQ (Variable Dia for Quality Pulley) পুলির Dia কমালে Stitch Length কমে ফলে Stitch
Density বাড়ে ও GSM বাড়ে।
৪. যে সূতার কাউন্ট সংখ্যার মান যত বেশি সেই সূতা তত চিকন। যেমন 4০ Ne এর সুতা 24 Ne এর চেয়ে চিকন।
৫. নিটিং মেশিনের অন্যতম দুটি টেকনিক্যাল প্যরামিটার হলো- মেশিন ডায়া (DIA) ও
মেশিন গেজ (G)। মেশিনের ডায়া ও গেজ যত বেশি
হবে নিটিং প্রোডাকশন তত বেশি হবে।
৬. সাধারনত ১ ইঞ্চিতে ৩ টা করে ফিডার থাকে।
৭. কমন কিছু মেশিন গেজ (G)
✔ Single Jersey Fabric - 22/24/28 G
✔ Single Jersey Fabric - 22/24/28 G
✔ Rib Fabric - 18 G
✔ Interlock Fabric - 22 G
✔ Fleece Fabric – 20 G
✔ Interlock Fabric - 22 G
✔ Fleece Fabric – 20 G
৮. কমন কিছু মেশিন ডায়া 20, 22, 26, 30, 34, 36, 38, 40, 42, 46
Visit textilebd.org! anek kisu janlam
ReplyDelete