3 Identification Method of Cotton Fabric - কাপড় কটন বা সূতি কিনা হাতে ধরে বুঝার কৌশল!

আমরা সূতি কাপড় কিনতে গেলে প্রায়ই দোকানীকে জিজ্ঞেস করে থাকি। কিন্তু সম সময় দোকানীরা আমাদেরকে সঠিক তথ্য দেয় না। কেমন হয় যদি কাউকে জিজ্ঞেস না করেই আপনি নিজে নিজেই খুব সহজেই শুধু মাত্র হাত দিয়ে ধরেই বুঝতে পারবেন যে কোন কাপড় কটন বা সূতি কিনা?
fabric,cotton,cotton fabric,textile fabric,knitting,dyeing,fabric defects

কটন ফাইবার টেস্ট 
কোন কাপড় কটন বা সূতি কি না তা জানার জন্য আজকে আমরা তিনটি পদ্ধতি জানবো।  

১ম পদ্ধতিঃ
প্রথমে কাপড়টিকে হাত দিয়ে ধরে এর কিছু অংশ মুচড়ে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর যদি দেখা যায় কোন ভাঁজ পড়েনি ও কাপড়টি আগের অবস্থায় ফিরে এসেছে তাহলে এই কাপড়টি সূতি নয়। আর যদি দেখা যায় যে ভাঁজ পড়ে গেছে ও জপড়া অবস্থা বজায় রয়েছে তাহলে বুঝতে হবে এটি কটন বা সূতি কাপড়।
পিউর কটন বা সূতি কাপড়ের কাঁচামাল তথা সূতার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা খুবই কম ফলে এটিতে ভাঁজ পড়লে সহজে ভাঁজহীন অবস্থায় ফিরে আসে না।
২য় পদ্ধতিঃ
কাপড়ের খোলা অংশ হতে ছোট্ট করে দৈর্ঘ ও প্রস্থ বরাবর ১ টি করে সূতা বের করে নিন। সুটাগুলোকে আলাদা ভাবে টেনে ছেড়ার চেষ্টা করুন। যদি সূতি হয় তাহলে এক টানেই ছিড়ে যাবে ও লম্বা হতে থাকবে না। কারণ পলিয়েস্টার সূতা টানলে ছিড়ে না গিয়ে লম্বা হতে থাকে।
সুতি সূতা এক টানে ছেড়ার কারণ হচ্ছে এর আঁশ ১-১.৫ ইঞ্চি লম্বা হয় এবং তা পকিয়ে লম্বা সুতায় রূপান্তর করা হয়। অপরদিকে পলিয়েস্টার সূতার ফাইবার অনেক লম্বা লম্বা হয় ফলে টান দিলে ছিড়ে না গিয়ে লম্বা হতে থাকে।

৩য় পদ্ধতিঃ
এই পরীক্ষাটি মূলত ব্যবসায়ীদের জন্য। কাপড়ের কোন একটু অংশ নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। পুড়ার পর যদি শুধুমাত্র ছাই অবশিষ্ট থাকে তাহলে এটি কটন বা সুতি কাপড়। আর যদি ছাই কিছুটা আঠালো বা দূর্গন্ধযুক্ত হয় তাহলে বুঝতে হবে এটি সুতি কাপড় নয়।

11 comments:

  1. thanks brother for nice post😊

    ReplyDelete
  2. This is very educational content and written well for a change. It's nice to see that some people still understand how to write a quality post.! blandgarn

    ReplyDelete
  3. These poisons are powerful against an assortment of financially significant harvest bothers yet represent no danger to non-target living beings like warm blooded animals and fishmens silk pajamas

    ReplyDelete
  4. This limits the opportunity of improvement of opposition in bollworm bothers against the Bt quality and furthermore decreases the possibilities of hereditary tainting. mens silk pajamas

    ReplyDelete
  5. To this end, use brand-memory to decide your next internet based purchase. There are so many new shoe brands entering the market; in any case, you must be cautious prior to confiding in them. silk pajamas for men

    ReplyDelete
  6. lessens the expense of development. Since it decreases the utilization of pesticides in this way limiting the substance contamination of soil and air, silk pajamas for men

    ReplyDelete
  7. 15 rounds of splash of synthetics are expected in a season to control the irritation particularly the bollworm. silk pajamas for men

    ReplyDelete

  8. Such a long ways as the nature of Bt Cotton is concerned, it looks like with a decent assortment of non-Bt cotton. silk pajamas for men

    ReplyDelete
  9. The transporter plant that is changed into transgenic Bt plant is now of fine assortment. So it looks like the many fine assortments of cotton.
    Silk Clothing

    ReplyDelete
  10. Alongside high custom obligations government is hunting material industry with non-tax boundaries (NTB).As per the NTB limitations, cotton shippers are not permitted to import cotton in more than one shipment against one license which expands the information costs. silk pajamas set

    ReplyDelete
  11. Great information about textile industry. The cotton fabric method is valuable for every industry.

    ReplyDelete