Yarn Dyed Fabric Inspection Procedure | যেভাবে চেক করতে হয় ইয়ার্ন ডাইং করা কাপড়ের কোয়ালিটি।

ইয়ার্ণ ডাইং করা ফেব্রিক চেক করার সময় কিছু বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। নিচে বিষয়গুলো তুলে ধরা হলো।

Yarn Dyed Fabric এর কোয়ালিটি চেক করার নিয়ম

যে এই ধরণের ফেব্রিকে একাধিক কালার থাকে তাই প্রতিটি কালারের শেড আলাদা আলাদাভাবে Approved Swatch এর সাথে মিলিয়ে নিতে হবে।
Dyed Yarn,Dyed yarn fabric,Color Fabric,Knitting,Dyeing,Textile,fabric

প্রত্যেকটি কালার এর রিপিট মেপে দেখতে হবে।
ফেব্রিকের GSM  ঠিক আছে কিনা চেক করে দেখতে হবে।
হ্যান্ডফীল চেক করতে হবে।
বোইং আছে কিনা ভালভাবে চেক করে দেখতে হবে, কারণ  ইয়ার্ন ডাইং ফেব্রিকের বোয়িং গ্রহণযোগ্য নয় ।
ফেব্রিকে ফল্ট আছে কিনা দেখতে হবে। যেমন, কন্ট্রা, নেপ্স, হেয়ারিনেস, স্পট, মার্ক ইত্যাদি।
বায়ার রিকয়ারমেন্ট অনুযায়ী কোর্সগুলি মেপে দেখতে হবে।
ফেব্রিক কালার ব্লিডিং করে কিনা চেক করে দেখতে হবে।

2 comments:

  1. vaiya denim fabric s kisu idea den pls

    ReplyDelete
  2. ami denim fabric supplier comany te job kori eta amar jonno onek upokrio hobe .marketing er help kore ar denim fabric s basic to advanced ta short e jodi bujhiye diten

    ReplyDelete