ইয়ার্ণ ডাইং করা ফেব্রিক চেক করার
সময় কিছু বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। নিচে বিষয়গুলো তুলে ধরা হলো।
Yarn Dyed
Fabric এর কোয়ালিটি চেক করার নিয়ম
✔ যে এই
ধরণের ফেব্রিকে একাধিক কালার থাকে তাই প্রতিটি কালারের শেড আলাদা আলাদাভাবে Approved Swatch এর সাথে মিলিয়ে নিতে হবে।
✔ প্রত্যেকটি কালার
এর রিপিট মেপে দেখতে হবে।
✔ ফেব্রিকের GSM ঠিক আছে কিনা চেক করে দেখতে হবে।
✔ হ্যান্ডফীল চেক করতে
হবে।
✔ বোইং আছে কিনা ভালভাবে
চেক করে দেখতে হবে, কারণ ইয়ার্ন ডাইং ফেব্রিকের
বোয়িং গ্রহণযোগ্য নয় ।
✔ ফেব্রিকে ফল্ট আছে
কিনা দেখতে হবে। যেমন, কন্ট্রা, নেপ্স, হেয়ারিনেস, স্পট, মার্ক ইত্যাদি।
✔ বায়ার রিকয়ারমেন্ট
অনুযায়ী কোর্সগুলি মেপে দেখতে হবে।
✔ ফেব্রিক কালার ব্লিডিং
করে কিনা চেক করে দেখতে হবে।
vaiya denim fabric s kisu idea den pls
ReplyDeleteami denim fabric supplier comany te job kori eta amar jonno onek upokrio hobe .marketing er help kore ar denim fabric s basic to advanced ta short e jodi bujhiye diten
ReplyDelete