তৈরি পোশাকশিল্পে শ্রমিকেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরণের
হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে থাকে। বিশেষ করে নারী শ্রমিকদের মধ্যে অনেকেই
কর্মক্ষেত্রে মানসিক , শারীরিক, আর্থিক, এমনকি যৌন নির্যাতনেরও শিকার হচ্ছেন
প্রতিনিয়তই।
শ্রমিকরা অনেকে জানেন না বা বিচার
পাবেন না ভেবে কোথাও অভিযোগ করেন না। সেই সঙ্গে রয়েছে চাকরি হারানোর ভয়। অন্যদিকে, BGMEA বলছে, অভিযোগ পাওয়া
মাত্র তারা ব্যবস্থা নিতে প্রস্তুত।
তারই ধারাবাহিকতায়
নির্যাতনের শিকার শ্রমিক ভাই-বোনেরা যাতে অভিযোগ জানাতে পারেন সে
জন্যই BGMEA 24/7 হটলাইন চালু করে যাতে কেন্দ্রীয়ভাবে শ্রমিকদের এসব
অভিযোগ শুনে সে ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ।
শ্রমিক বা শ্রমিক সংগঠনগুলোর মধ্যেই
এই বিষয়ে কোনো প্রচার না থাকায় অনেকেই জানেননা এই হটলাইন সম্পর্কে। যারা জানেননা
তাদের জন্য হটলাইন নাম্বারটি নিচে দেওয়া হলো।
BGMEA (বিজিএমইএ) এর হটলাইন নাম্বারঃ
01730442211
আজকে ৬/৭/২০২২ কালকে অফিস ছুটি হবে আজ পর্যন্ত বোনাস বেতন কিছুই দিচ্ছে না। ছুটি মাত্র ৩দিন। ছুটির কথা বাদই দিলাম বেতন না দিলে বাড়ি যাবো কেমন আর বাড়িতে টাকা পাঠাবো কেমনে? আমাদের আত্মীয় স্বজন তো আমাদের আশায় থাকে যদি তাদের কিছু না-ই দিতে পারি তাহলে কি করবো এই রাত দিন ডিউটি করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিকনা ঃ স্কয়ার মাস্টারবাড়ী ভালুকা
ReplyDelete