বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শ্রমিক এবং কর্মকর্তার সংজ্ঞা।

আমরা অনেকেই সঠিকভাবে শ্রমিক ও কর্মকর্তার সংজ্ঞা জানি না। ফলে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কে কিভাবে পাবে তার হিসাব নিয়েও মাঝে মাঝে ঝামেলা সৃষ্টি হয়। তবে এখনি শ্রমিক ও কর্মকর্তার সংজ্ঞা জেনে নিতে পারেন নিচের লেখাটি পড়ে।
বাংলাদেশ শ্রম আইন, শ্রমিকের সংজ্ঞা, কর্মকর্তার সংজ্ঞা, গার্মেন্টস, Definition of worker, definition of employee


শ্রমিক এর সংজ্ঞা
বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞা এভাবে দেওয়া আছে-

কর্মকর্তার এর সংজ্ঞা
এখন প্রশন হচ্ছে কর্মকর্তা কে?
  
দুটি আলাদা সংজ্ঞা থেকে বুঝা যায় যে, আগে আমরা যেভাবে একটি কারখানায় বা প্রতিষ্ঠানে দুইটি শ্রেনীবিভাজন দেখতাম –
১। মালিক ও
২। শ্রমিক। 

কিন্তু ২০১৫ সালের পর থেকে একটি কারখানায় বা প্রতিষ্ঠানে মোট শ্রেনীবিভাজন হবে চারটি –
১। মালিক
২। প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি,
৩। তদারকি কর্মকর্তা ও
৪। শ্রমিক।

তবে কোনো ভাবেই  “তদারকি কর্মকর্তা” এবং “প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি”  দেরকে মালিক-শ্রেণীভূক্ত করার সুযোগ নেই।

প্রতিষ্ঠানের মালিক হচ্ছে – Owner এবং বাকি তিন শ্রেনী হচ্ছে Employee

No comments:

Post a Comment