আমরা অনেকেই সঠিকভাবে শ্রমিক ও কর্মকর্তার
সংজ্ঞা জানি না। ফলে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কে কিভাবে পাবে তার হিসাব নিয়েও মাঝে মাঝে ঝামেলা সৃষ্টি হয়। তবে এখনি শ্রমিক ও কর্মকর্তার
সংজ্ঞা জেনে নিতে পারেন নিচের লেখাটি পড়ে।
প্রতিষ্ঠানের মালিক হচ্ছে – Owner এবং বাকি তিন
শ্রেনী হচ্ছে Employee
শ্রমিক এর সংজ্ঞা
বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকের
সংজ্ঞা এভাবে দেওয়া আছে-
কর্মকর্তার
এর সংজ্ঞা
এখন প্রশন হচ্ছে কর্মকর্তা কে?
দুটি আলাদা সংজ্ঞা থেকে বুঝা যায় যে, আগে আমরা যেভাবে একটি
কারখানায় বা প্রতিষ্ঠানে দুইটি শ্রেনীবিভাজন দেখতাম –
১। মালিক ও
২। শ্রমিক।
কিন্তু ২০১৫ সালের পর থেকে একটি কারখানায় বা প্রতিষ্ঠানে মোট শ্রেনীবিভাজন
হবে চারটি –
১। মালিক
২। প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোন
ব্যক্তি,
৩। তদারকি কর্মকর্তা ও
৪। শ্রমিক।
তবে কোনো ভাবেই “তদারকি
কর্মকর্তা” এবং “প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি” দেরকে মালিক-শ্রেণীভূক্ত করার সুযোগ নেই।
No comments:
Post a Comment