লে- অফ বলতে কি বুঝায়?
সাধারণভাবে Lay
Off হচ্ছে শিল্প বা বানিজ্যিক প্রতিষ্ঠানের কাজ কোন কারণে সাময়িকভাবে
বন্ধ থাকার দরুন সাধারণভাবে কাজ হতে অব্যাহতি বুঝায়। একে নির্দিষ্ট কারণে কাজ বন্ধ
বলা হয়ে থাকে। বাংলাদেশ শ্রম আইন ২(৫৮) তে Lay Off
এর সংজ্ঞা দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে, কয়লা,
বিদ্যুৎ, গ্যাস অথবা কাঁচা মালের ঘাটতি
অথবা মালপত্র জমা হয়ে যাওয়া কিংবা কলকব্জা বিকল হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা নষ্ট
হয়ে যাওয়ার কারণে কোন শ্রমিককে কাজ দিতে ব্যর্থতা, অস্বীকৃতি
বা অপারগতাকে লে অফ বলা হয়।
লে অফকৃত শ্রমিকের ক্ষতি পূরণ পাওয়ার
অধিকারঃ
No comments:
Post a Comment