১। অবশ্যই মেইলের অর্থপূর্ণ একটি সাবজেক্ট লিখতে হবে। অনেকে সাবজেক্টে লিখে থাকেন- CV, My CV, Job CV, CV for Job অথবা অর্থ নেই এরকম কিছু লিখে থাকে। অনেক Recruiter শুধু মাত্র একটা আনপ্রফেশনাল সাবজেক্টের কারণে সিভি রিজেক্ট করে দেয়।
কিভাবে সাব্জেক্ট লিখবেন তার কিছু নমুনা দেওয়া হলো।
> CV of [Your nane]; যেমনঃ CV of Mohiuddin Ahmed
CV for [Job Post Name]; যেমনঃ CV for the position of Maneger, CV for the position of AGM (অনেক সময় এভাবে লেখার জন্য আবেদন পত্রে নির্দেশনা দেওয়া থাকে)
২। সুন্দর একটি ইমেইল বডি লেখা। অনেকে সিভি এটাচ করে বডিতে শুধু এরকমভাবে কিছু লিখে। Hi, this is my CV. Plz find it. Or Hi here I have attached my CV or Please find my CV from the attachment.
আসলে একরকম ভাবে কিছু লিখা ঠিক নয়। একটু গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। নিচে কিছু নমুনা দেওয়া হলো।
Dear Sir,
In the response of your job application I have attached my CV for the position
of [Job Post name] for your kind consideration.
.
.
.
.
.
Regards,
[Your Name]
[Your Current Company name, If have] >>> জব না করে থাকলে, আপনার সর্বশেষ প্রতিষ্ঠানের নাম।
[Your Current Position] >>> জব না করে থাকলে, আপনার মেজর সাব্জেক্ট।
[Your Contact Number]
অথবা সুন্দর একটা কভার লেটার লিখতে পারেন। কভার লেটার কিভাবে কিখবেন তা নিয়ে আরকটি পোস্টে বিস্তারিত আলোচনা করবো।
Thanks a lot.
ReplyDelete